মণিপুরের পাশে আছে বাংলা

Must read

প্রতিবেদন : বেটি বাঁচাও? লজ্জা হওয়া উচিত বিজেপির। মেয়েরা জ্বলছে, সম্ভ্রম লুঠ হচ্ছে, বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হচ্ছে, বিলকিস ধর্ষণের অভিযুক্তদের ছেড়ে দেওয়া হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এসব চলতে পারে না। মহিলাদের সম্মান দিচ্ছে না বিজেপি। মহিলারাই ছুঁড়ে ফেলে দেবে এই বিজেপি সরকারকে। শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন মণিপুর নিয়ে কেন্দ্র যে জঘন্য রাজনীতি করছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে তৃণমূল-সহ বিরোধী জোট ইন্ডিয়া গণআন্দোলন গড়ে তুলবে। নেত্রীর স্পষ্ট কথা, মণিপুরকে আমরা ছাড়ব না। মণিপুরের (Manipur- West Bengal) পাশে থাকব। এ ব্যাপারে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে নেত্রীর কথাও হয়েছে। আরও কয়েকজনের সঙ্গে কথা বলব। আমরা যাব মণিপুর (Manipur- West Bengal)। আমি একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। বাংলা মণিপুরের পাশেই আছে। থাকবে। মণিপুরের মানুষদের সহমর্মিতা জানাই। এদিন মণিপুরে মৃতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন হয়। চলতি বাদল অধিবেশনে সংসদে মণিপুর নিয়ে সরকারকে চেপে ধরেছে ইন্ডিয়া। ৭৮ দিন পর চাপে পড়ে প্রধানমন্ত্রী মুখ খুলতে বাধ্য হয়েছেন। কিন্তু দুমাস ধরে জ্বলতে থাকা মণিপুর সামলাতে যে বিজেপি সরকার ব্যর্থ তা প্রমাণিত। কিন্তু মণিপুরের মানুষের জন্য ইন্ডিয়া লড়বে।

আরও পড়ুন- নতুন ভারত আজি জাগ্রত দ্বারে জিতেগা INDIA

Latest article