বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Must read

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্মদিবস। তাঁর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: ফাইনালে উঠে চমক প্রজ্ঞানন্দের

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্মদিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। আমাদের পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়ার কবি – দেশপ্রেম ও সমাজতন্ত্রকে একত্রিত করে আমাদের অনুপ্রাণিত করেছেন। তিনি যেন আমাদের আলোকবর্তিকা হয়ে থাকেন।”

 

কাজী নজরুল ইসলামের কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, বিদ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ–অনুভূতিতে জড়িয়ে রয়েছেন চিরবিদ্রোহী কবি। আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী।

অল্পবয়সে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান কাজী নজরুল ইসলাম। যার ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মারা যান।

Latest article