উত্তরাখণ্ডে ৫ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী

Must read

উত্তরাখণ্ডে (Uttarakhand) ৫ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মৃতদের আত্মীয়দের উত্তরাখণ্ডে (Uttarakhand- Mamata Banerjee) পৌঁছে দেওয়ার বিষয়েও পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে ।

আরও পড়ুন: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সকালে ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”উত্তরকাশী যাওয়ার পথে তেহরি অঞ্চলে বাংলার পাঁচ পর্যটকের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। তাঁদের পরিবার ও পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাই।” আরেকটি ট্যুইটে মুখ্যমন্ত্রী জানান, ”গতকাল রাত থেকেই আমাদের প্রশাসনিক কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। AIIMS হৃষিকেশে মৃতদেহগুলি রাখা হয়েছে। এ রাজ্য থেকে মৃতদের আত্মীয় পরিজনদের দিল্লি এবং সেখান থেকে হৃষিকেশে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তাঁরা যাতে শেষকৃত্য সম্পন্ন করতে পারে, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল এলাকায় বুধবার দুপুরে পাহাড় থেকে গাড়ি নীচে পড়ে মৃত্যু হয় বাংলার পাঁচ পর্যটকের। নিহত হয়েছেন গাড়ির চালকও। নিউ তেহরি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম মদনমোহন ভুঁইয়া (৬১), ঝুমুর ভুঁইয়া (৫৯) ও নীলেশ ভুঁইয়া (২৩) (বাবা-মা ও ছেলে), দেবমাল্য দেবনাথ (৪৪) ও প্রদীপ দাস (৪৭)। ভুঁইয়া পরিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নিউ গড়িয়ার বাসিন্দা। রেলের ইঞ্জিনিয়ার প্রদীপের বাড়ি নৈহাটিতে এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী দেবমাল্য ব্যারাকপুরের বাসিন্দা। গাড়িচালক আশিসের বাড়ি উত্তরকাশীতে। দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহতদের পরিজনেরা।

Latest article