প্রতিবেদন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬৩তম জন্মজয়ন্তী। রাজ্য জুড়ে পালিত হল বিশ্বকবির জন্মদিন। ভোটের আবহে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও ক্যাথিড্রাল রোডে রবীন্দ্রজয়ন্তী উদযাপনে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগ ও বলাগড়ের জনসভা সেরে কলকাতায় ফিরেই ক্যাথিড্রাল রোড সংলগ্ন প্রাঙ্গণে রাজ্য সরকার আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। কবিগুরুর (Rabindranath Tagore) ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান। কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর পর আয়োজিত হয় সঙ্গীতানুষ্ঠানও। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পী ইন্দ্রাণী সেন, জয় গোস্বামী, ব্রততী বন্দ্যোপাধ্যায়-সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা।
আরও পড়ুন-হাওড়ায় জোড়া সভা অভিষেকের, প্রস্তুতি বৈঠকে জেলা নেতৃত্ব