প্রতিবেদন : জি-২০ প্রস্তুতি বৈঠকে যোগ দিতে আজ, সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Delhi- CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এবারের গোটা সফরে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রপতি ভবনে দেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হবেন এই বৈঠকে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে জি-২০ সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত । আগামী এক বছরে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ২০০টি জি-২০ বৈঠক হবে। ৬ ডিসেম্বর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুষ্কর। ওই দিন রাতেই আবার দিল্লি ফিরবেন তিনি।
আরও পড়ুন-১৬ বছর আগে সিঙ্গুর ও দেশের বাকি কৃষকদের জন্য অনশন আন্দোলন শুরু করেছিলেন, টুইটারে লিখলেন মুখ্যমন্ত্রী
এরপর আগামী ৭ ডিসেম্বর বুধবার দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) দিল্লির (Delhi- CM Mamata Banerjee) বাসভবনে বেলা ৩টেয় এই বৈঠক হবে। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদদের ভূমিকা রণকৌশল নিয়ে ও আলোচনা করবেন। ওই দিন সংসদের শীতকালীন (Parliament Winter Session) অধিবেশন শুরু হলেও সদ্যপ্রয়াত মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) সহ কয়েকজনের স্মরণ করে অধিবেশন ওই দিনের মতো মুলতুবি হয়ে যাবে। এর বাইরেও মুখ্যমন্ত্রীর আরও দু-একটি কর্মসূচি থাকতে পারে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রীর সফরে দলীয় কর্মসূচি ছাড়াও সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিশ্চতভাবে গুরুত্বপূর্ণ।