১৬ বছর আগে সিঙ্গুর ও দেশের বাকি কৃষকদের জন্য অনশন আন্দোলন শুরু করেছিলেন, টুইটারে লিখলেন মুখ্যমন্ত্রী

Must read

সিঙ্গুরে (Singur- Mamata Banerjee) কৃষি জমি রক্ষার স্বার্থে ২০০৬ সালে আজকের দিনে অনশন আন্দোলন শুরু করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ২৬ দিন চলেছিল এই আন্দোলন। ১৬ বছর আগের সেই দিনের কথা মনে করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: অভিষেকের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা মারিশদার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতির

টুইটারে মুখ্যমন্ত্রী (Singur- Mamata Banerjee) লিখেছেন, “আজ থেকে ১৬ বছর আগে, আমি সিঙ্গুর এবং দেশের বাকি কৃষকদের জন্য আমার অনশন আন্দোলন শুরু করেছিলাম। ক্ষমতাশালীদের লোভে যারা অসহায় হয়ে পড়েছিল তাদের জন্য লড়াই করা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমার মধ্যে সেই লড়াই বেঁচে আছে। আমি কখনই আমার জনগণের অধিকারকে হুমকির সম্মুখীন হতে দেব না!”

 

Latest article