উন্নয়নের বার্তা নিয়ে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আজ উত্তর-সফরে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Siliguri- Mamata Banerjee)। কলেজ ক্যাম্পাস থেকে ইকো পার্ক রিসর্টের শিল্যান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট এবং হাইব্রিড সিসিইউ-সহ ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রীর হাতে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তৈরি হয়েছে মঞ্চ। সোমবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক এস পুন্নম বল্লাম ও পুলিশ আধিকারিকেরা। উল্লেখ্য, শিলিগুড়ি কমার্স কলেজের দ্বিতীয় ক্যাম্পাস ও অত্যাধুনিক ভবন গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। ইতিমধ্যেই শিলিগুড়ির কাওয়াখালিতে সে-জমি চিহ্নিতকরণ করে সমস্তটাই চূড়ান্ত হয়ে গিয়েছে। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে সভামঞ্চ থেকে এই দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজের শিল্যান্যাস করবেন মুখ্যমন্ত্রী (Siliguri- Mamata Banerjee)। শিলিগুড়ি নৌকাঘাটের কাছে শহরের পি সি মিত্তল ধাঁচে বেসরকারি উদ্যোগে একটি বাস স্ট্যান্ড হতে চলেছে। এক চা-বাগান মালিকের সদিচ্ছায় তাঁরই ০.৫ একর জমির ওপর এই বাস স্ট্যান্ড গড়তে চান তিনি। যার নজরদারির দায়িত্বে থাকবে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি সবুজসাথীর প্রকল্পের সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি থেকে পাহাড় ও সমতলের জমির অধিকার পাট্টা ভূমিহীন মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং জেলায় বন্ধ তিনটি চা-বাগানে ইতিমধ্যে সার্ভের কাজ শেষের দিকে। সেই সমস্ত চা-শ্রমিক পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের বার্তা শুনতেই মুখিয়ে রয়েছেন উত্তরের বাসিন্দারা।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে ৬৫ হাজার প্রার্থীর খোঁজে এজেন্সি নামাল বিজেপি

Latest article