উন্নয়নের ঝড় তুলতে আসছেন মুখ্যমন্ত্রী, ভুল শোধরাবে পুরুলিয়া

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : বিধানসভা ভোটে যে ভুল করেছিল পুরুলিয়ার মানুষ, পুরসভার ভোটে তা পুষিয়ে দিয়েছে। জেলার তিনটি পুরসভাতেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। দাঁত ফোটাতে পারেনি বিজেপি। এবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আসন্ন পুরুলিয়া (Purulia) সফর ঘিরে চূড়ান্ত উৎসাহিত তৃণমূল কর্মীরা। সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, এই একটি সফরেই জেলা জুড়ে পঞ্চায়েত ভোটের ঢেউ উঠবে। দল যে পুরোপুরি ঐক্যবদ্ধ, তা দেখে যাবেন দিদি। প্রসঙ্গত, আগামী ৩১ মে সকাল দশটা নাগাদ মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরে আসার কথা। প্রথমে প্রশাসনিক বৈঠক করে তিনি যাবেন শহরের উপকণ্ঠে শিমুলিয়া ব্যাটারি ময়দানে। সেখানে কর্মিসভা করে রওনা দেবেন বাঁকুড়ায়। ইতিমধ্যে কর্মিসভার স্থান পরিদর্শন করেছেন দলের নেতারা। প্রস্তুতিসভাও হয়ে গিয়েছে জেলা কার্যালয়ে। রবিবার সেই সভায় ছিলেন মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। সোমবার থেকে শুরু হবে ব্লকভিত্তিক কর্মিসভা। বুথস্তর থেকে কর্মীরা থাকবেন সেই সভায়। দলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, দিদি কী বার্তা দেন তা শুনতে মুখিয়ে আছেন কর্মীরা। দলের বর্ষীয়ান নেতা, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাত বলেন, কোভিড পরিস্থিতির জন্য বেশ কিছুদিন জেলায় আসতে পারেননি মুখ্যমন্ত্রী। অথচ তাঁর নির্দেশেই জেলায় বিশাল উন্নয়ন হয়েছে। মাটির সৃষ্টি প্রকল্পে সবুজায়ন, স্বনির্ভর দলগুলির কর্মসংস্থান, পর্যটনের বিকাশ ঘটেছে। দিদি (Mamata Banerjee- Purulia) এসে নতুন উন্নয়নের বার্তা দেবেন। মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, বিজেপির ভাঁওতাবাজি মানুষ ধরে ফেলেছে। এত কাজ হচ্ছে জঙ্গলমহলে যে মানুষ শুধুমাত্র দিদিকেই ভরসা করেন। পঞ্চায়েত ভোটে জেলার ১৭০টি পঞ্চায়েতই আমরা তুলে দেব দিদির হাতে।

আরও পড়ুন: তৃণমূলের ধিক্কার-মিছিল, সভা

Latest article