স্পেনে ব্যস্ত সফরের মাঝেই সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী

Must read

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: এই মুহূর্তে স্পেনে নানান বৈঠকে ব্যস্ত রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একের পর এক শিল্প সম্মেলন। তার মাঝেই শত ব্যস্ততার মধ্যেই এবার লিখে ফেললেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘সুরুচি সংঘে’র পুজোর থিম সং। দারুণ লিরিক- “মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে“। প্রাথমিক রেকর্ডিংও শুনেও নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও এর আগেও স্পেনেই তিনি নিজের হাতে কখনও তুলে নিচ্ছেন রং তুলি, আবার কখনও সুর তুলছেন অ্যাকোর্ডিয়ান বা পিয়ানোতে।

চলতি বছর ৭০-এ পা দিল সুরুচি সংঘের পুজো। এদিন, থিমের ক্যাচলাইন প্রকাশিত হয়। এবছর তাদের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। প্লাস্টিক মুক্ত পরিবেশের বার্তা দেওয়া হয়েছে সুরুচির এবারের পুজোয়। সেই নামের সঙ্গে সাযুজ্য রেখেই থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-শুক্রবার দুবাইয়ে বিশ্বখ্যাত লুলু গ্রুপের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

এর আগেও সুরুচি সংঘের পুজোর থিম সং লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবং শুধু সুরুচি সংঘেই নয়, মুখ্যমন্ত্রীর লেখা সেই গান ছড়িয়ে পড়েছে বাংলার কোণায় কোণায়। “মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে”- মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গান প্রায় সব পুজোমণ্ডপেই বাজানো হয়। এবার থিম সং-ও যে বিপুল জনপ্রিয় হবে তা প্রাথমিক রেকর্ডিং শুনেই বলে দেওয়া যায়।

Latest article