বার্সার জয়ে নায়ক ফেলিক্স, জিতল ম্যান সিটি-পিএসজিও

Must read

বার্সেলোনা, ২০ সেপ্টেম্বর : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল বার্সেলোনা। বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে চূর্ণ করল জাভি হার্নান্দেজের দল (Belgium vs Barcelona)। জোড়া গোল করে ম্যাচের নায়ক জোয়াও ফেলিক্স। অন্যদিকে, টুর্নামেন্টের অন্য দু‘টি ম্যাচে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজিও।
ঘরের মাঠে এগিয়ে যেতে মাত্র ১১ মিনিট সময় লেগেছিল বার্সার (Belgium vs Barcelona)। ইলখাই গুন্ডোয়ানের পাস থেকে বল পেয়ে জালে জড়ান ফেলিক্স। ১৯ মিনিটে ফের গোল। এবার ফেলিক্সের পাস থেকে গোল করেন রবার্ট লেয়নডস্কি। ২২ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। এবার আত্মঘাতী গোল করেন অ্যান্টওয়ার্পের জেল্লে বাতাল্লি। দ্বিতীয়ার্ধেও বার্সার দাপট বজায় ছিল। ৫৪ মিনিটে লেয়নডস্কির পাস থেকে বল পেয়ে ৪-০ করেন গাভি। ৬৬ মিনিটে দলের পঞ্চম তথা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। এবার সতীর্থ রাফিনহার ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তিনি। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই অসাধারণ ফর্মে রয়েছেন পর্তুগিজ প্লে-মেকার।

আরও পড়ুন-স্পেনে ব্যস্ত সফরের মাঝেই সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী

এদিকে, গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়েছে সার্বিয়ার ক্লাব সেভেনা ভেজদাকে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে উসমান বুখারির গোলে এগিয়ে গিয়েছিল সেভেনা ভেজদা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দু’মিনিটের মধ্যে জুলিয়ান আলভারেজের গোলে ১-১ করে দেয় ম্যান সিটি। ৬০ মিনিটে ফের গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আলভারেজ। এরপর ৭৩ মিনিটে রড্রির গোলে জয় নিশ্চিত করে ফেলে ম্যান সিটি।

অন্যদিকে, ঘরের মাঠে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে পিএসিজ। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। এবারের চ্যাম্পিয়ন্স লিগ পিএসজির কাছে পরীক্ষার মঞ্চ। লিওনেল মেসি ও নেইমার দ্য সিলভা দল ছেড়েছেন। দুই মহাতারকার অনুপস্থিতিতে যাবতীয় দায়িত্ব এবার এমবাপের কাঁধে। তবে ক্লাব কর্তাদের সঙ্গে এমবাপের সম্পর্কও তেমন মধুর নয়। কোনও বড় অঘটন না ঘটলে, পিএসজির জার্সিতে ফরাসি তারকার এটাই শেষ মরশুম। বরুসিয়ার বিরুদ্ধে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন এমবাপে। বিরতির আগেই অন্তত বার তিনেক গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু গোল করতে পারেননি। যদিও বিরতির পর এমবাপে নিজেই পেনাল্টি আদায় করে নেন। গোলও করেন।

Latest article