গোল না করেও নজির রোনাল্ডোর

Must read

তেহরান, ২০ সেপ্টেম্বর : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের পেরসেপোলিসকে ২-০ গোলে হারাল আল নাসের। ম্যাচে গোল করতে না পারলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মুকুটে যোগ হল আরও একটি উজ্জ্বল পালক। পেশাদর ফুটবল কেরিয়ারে এই নিয়ে মোট এক হাজার ম্যাচ অপরাজিত থাকলেন সিআর সেভেন। এর মধ্যে ৭৭৬টি জয় এবং ২২৪টি ড্র।
রোনাল্ডো (Cristiano Ronaldo) ইরানে পা রাখার পর থেকেই তাঁকে নিয়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রোনাল্ডো ভক্তদের আটকাতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। শুধু তাই নয়, ভিড়ের চাপে ম্যাচের আগে নিজেদের প্র্যাকটিস বাতিল করতে বাধ্য হয় আল নাসের। যদিও মাঠে প্রত্যাশিত ছন্দে পাওয়া যায়নি পর্তুগিজ মহাতারকাকে। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। ৫৪ মিনিটে রোনাল্ডোকে ফাউল করে লাল কার্ড দেখেন ইরানি ক্লাবের মিডফিল্ডার মিলাদ সারলাক। ৬২ মিনিটেই বিপক্ষের ডিফেন্ডার ড্যানিয়েল এসমায়েলিফায়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অল নাসের। ৭২ মিনিটে ২-০ করেন মহম্মদ কাশিম।
এদিকে, ইরানের প্রতিবন্ধী মহিলা শিল্পী ফাতেম হাম্মাতি আবার দারুণ রোনাল্ডো ভক্ত। ২০১৭ সালে তিনি রোনাল্ডোর দু’টি প্রতিকৃতি এঁকেছিলেন। প্রসঙ্গত, ফাতেমের শরীরের ৮৫ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত। তাই তিনি ছবি আঁকেন পা দিয়ে। ম্যাচের আগে তিনি সেই দু’টি ছবি রোনাল্ডোকে উপহার দেন। পাল্টা উপহার হিসেবে ফাতেমকে রোনাল্ডো দিয়েছেন নিজের সাত নম্বর জার্সি। তাতে সইও করেছেন।

Latest article