সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়াবাসী (Bankura) অধীর আগ্রহে প্রহর গুনছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথা শোনার জন্য। পুরুলিয়ায় প্রশাসনিক সভা সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বাঁকুড়ায়। স্টেডিয়ামের হেলিপ্যাডে নেমে সেখান থেকে তিনি চলে যান সার্কিট হাউসে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও রাস্তার দুপাশে ছিল উৎসাহী মানুষের ভিড়। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) হাত নেড়ে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন মহিলা তৃণমূল নেত্রীরা। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় বাঁকুড়া পুরসভার প্রধান অলকা সেন মজুমদার, মহিলা সভানেত্রী মৌ সেনগুপ্ত, অর্চিতা বিদরা মুখ্যমন্ত্রীকে চাদর পরিয়ে স্বাগত জানান। মৌ জানালেন, কালকের সভায় রেকর্ড হবে মহিলাদের সমাগমে। নেত্রীকে স্বাগত জানাতে উপস্থিতি ছিলেন দিব্যেন্দু সিংহ মহাপাত্র, বিধায়ক তন্ময় ঘোষ প্রমুখ। মুখ্যমন্ত্রী আজ সার্কিট হাউসে থাকবেন। কাল বেলা এগারোটায় তাঁর প্রশাসনিক সভা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে মঞ্চবাঁধার কাজ শেষ। চলছে জোর কাউন্ট ডাউন।
আরও পড়ুন : পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার ভাবনা