আজ দুই জেলায় মুখ্যমন্ত্রীর সভা

Must read

প্রতিবেদন : জঙ্গলমহল সফরের প্রথম দিন পশ্চিম মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার দুপুরে বিধানসভায় বাজেট-পর্ব মিটিয়ে সেখান থেকেই রওনা হন মেদিনীপুরের উদ্দেশে। বৃহস্পতিবার বেলা ১১টায় মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক জনসভার মধ্যে দিয়ে কয়েক লক্ষ মানুষের কাছে সরকারি প্রকল্পগুলির বিভিন্ন পরিষেবা পৌঁছে দেবেন। এরপর বেলা ১টায় পুরুলিয়ার হুটমুড়ায় দ্বিতীয় প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর। দীর্ঘদিন বাদে আবারও জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবেই প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী কী বলেন তার অপেক্ষায় জঙ্গলমহলের মানুষ। বুধবারই মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন। উঠেছেন সার্কিট হাউসে। দলের মহিলা কর্মীরা তাঁকে গিয়ে স্বাগত জানান। তাঁকে দেখতে ভিড় করেন বহু মানুষ। তিনি এক শিশুকে দেখে আদরও করেন। এখানকার বৈঠক সেরে রওনা হবেন পুরুলিয়ার উদ্দেশে। তাঁকে স্বাগত জানাতে পুরুলিয়াতেও (Purulia) প্রস্তুতি সারা। বৃহস্পতিবার দুপুরেই পুরুলিয়া দু’নম্বর ব্লকের হুটমুড়া ময়দানে প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতভর তাঁর সভাস্থলে প্যান্ডেল তদারকি করেছেন প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতৃত্ব। ছিলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তার আগে সভাস্থল ঘুরে দেখেন জেলাশাসক রজত নন্দা ও জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। সৌমেন বলেন, প্রায় দু’লক্ষ মানুষ থাকবেন সভায়। বিপুল জনতাকে স্বাচ্ছন্দ্য দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি।

আরও পড়ুন-মেঘালয়ে ভোট-প্রচারে গিয়ে অভিষেকের বার্তা: ৩ মাসে ১০ প্রতিশ্রুতি পূরণ

পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা সেরে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী আকাশপথে সভাস্থলে আসছেন। পুরুলিয়ায় সভা করে যাবেন বাঁকুড়া। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) পুরুলিয়ার এই সভা থেকে ২৪৬০ কোটি টাকার ৫৪টি প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করবেন। রাস্তা নির্মাণ, পুকুর সংস্কার, জমির উন্নয়ন ইত্যাদি প্রকল্প থাকছে তার মধ্যে। থাকবে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধাদানও। এছাড়া রঘুনাথপুর শিল্পতালুকে শিল্পায়ন নিয়েও নতুন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী আসা মানেই স্বপ্নপূরণ। এটা মনে রাখতে হবে।

Latest article