এখনও অন্তর্ঘাত চালিয়ে যাচ্ছে বামেরা, তোপ মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : বদনাম, বদনাম এবং বদনাম। ৩৪ বছর ধরে সিপিএম কাজ করেনি। বাংলার গ্ল্যামার এই সময় শেষ হয়ে গিয়েছে। আর এখন প্রশাসনের অন্দরে বসে অন্তর্ঘাত চালিয়ে যাচ্ছে। পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee- CPM) তোপ বামেদের। তাঁর অভিযোগ, সিপিএম কখনও হাত-পা কেটে দিয়েছে, কখনও আনন্দমার্গী হত্যা করেছে। সিঙ্গুরে তাপসী মালিককে কিংবা নন্দীগ্রামে গণহত্যা। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম। তাই কারও গায়ে হাত দিইনি। কিন্তু ওরা একটার পর একটা ফাইল উধাও করেছে, জ্বালিয়ে দিয়েছে। তাই ওদের কাগজ খুঁজে পাওয়া যায় না। এখন সবকিছু ডিজিটাল হওয়ায় ভুলভ্রান্তি চোখে পড়ছে। সিপিএমের বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করে বলেন, জন্ম শংসাপত্র যা দিয়েছিলেন তা দুর্নীতি। সেই কাগজগুলো কোথায়? ভাবছেন আমাদের কাছে নেই? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সারদা কাদের আমলে হয়েছে? আমিই তো সারদাকর্তাকে ধরেছি। যারা এখন ব্যঙ্গ-বিদ্রুপ করছে তাদের জানিয়ে রাখি, এরকম করতে করতে একদিন চিকিৎসার প্রয়োজন হবে। ভাল ডাক্তার দেখিয়ে দেব। তোমাদের মতো হাত-পা কাটা রাজনীতি করি না। মানুষের কথা ভাবার সময় রাজনীতি আমার মাথায় আসে না।

আরও পড়ুন-বেআব্রু কংগ্রেসের কোন্দল

কসবার বোসপুকুর শীতলা মন্দিরে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee- CPM) এবার বিজেপিকেও একহাত নেন। বলেন, ওরা বলছে আমি মন্ত্র জানি না। আমার উত্তর হল, আমি যা জানি তা তোমাদের কান ধরে শেখাতে পারব। সুজিতের ওখানে শ্রীকুমার চট্টোপাধ্যায় চণ্ডীপাঠ করলেন। আগেরটা পরে পরেরটা আগে করায় গোলমাল হয়ে যায়। সে-নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপির লাফালাফি দেখে হাসতে বাধ্য হয়েছি। এদিন পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বালিগঞ্জ ২১ পল্লিতে ছবিও আঁকেন। ১২টি পুজোমণ্ডপের উদ্বোধন করেন। প্রত্যেকটি উদ্বোধনের পাশাপাশি তিনি নস্টালজিয়ায় আক্রান্ত হলেন।

Latest article