সতর্কিত উপকূল এলাকার বাসিন্দারা

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ :‌ কালীপুজো ও দীপাবলির মধ্যে আবারও দুর্যোগের ভ্রুকুটি। নিম্নচাপের সঙ্গে ঘূর্ণিঝড় ও অমাবস্যার কোটালের জোড়া ফলার জেরে আগামী রবিবার থেকে উত্তাল হতে পারে নদী ও সমুদ্র। তার জেরে রাজ্য মৎস্য দফতরের পক্ষ থেকে আগামী রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে সমস্ত ট্রলার বা নৌকা সমুদ্রে আছে তাদের শনিবার রাতের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা-সহ সব বন্দর ও ঘাটে মাইকিং শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা (Cyclone- South 24 Pargana) জেলা প্রশাসন। ব্লক প্রশাসনের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে নদীতে প্রচার চালানো হচ্ছে। আগামী কয়েকদিন দুর্যোগের জন্য আগাম সতর্কতা প্রচার চলবে। ইতিমধ্যে সব মৎস্যজীবী সংগঠনগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে। আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী রবিবার থেকে দুর্যোগ শুরু হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। ইতিমধ্যে নবান্ন থেকে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে এই জেলার জেলাশাসক সুমিত গুপ্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে দুর্যোগ মোকাবিলায় একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মৎস্যজীবীদের সতর্ক করার জন্য নির্দেশ এসেছে। সুন্দরবনের (Cyclone- South 24 Pargana) দুর্বল ও বেহাল বাঁধগুলি দ্রুত মেরামতির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কালীপুজোর আয়োজকদের প্যান্ডেল শক্তপোক্ত করতে বলা হয়েছে। উচ্চতাও কমাতে বলা হয়েছে। জেলাস্তরে ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম খোলা থাকবে। সুন্দরবনের সব ব্লকে সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন থাকবেন। ব্লকগুলিতে পর্যাপ্ত ত্রাণ মজুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তৃণমূল নেতার বাড়িতে আগুনে নাশকতা সন্দেহ

Latest article