বন্দে ভারতে রুটিতে আরশোলা, জরিমানার মুখে সংস্থা

বন্দে ভারতের রান্নাঘরে নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে। খাবারের মান ঠিক রাখতেই এই পদক্ষেপের গ্রহণ করা হয়েছে।

Must read

বন্দে ভারত (Vande Bharat) নিয়ে বিতর্ক থামছেই না। কিছু না কিছু লেগেই রয়েছে। খাবার নিয়ে এর আগেই বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। কিছুদিন আগে পরোটায় পোকার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এবার বন্দে ভারতের রুটিতে আরশোলা পাওয়া গেল। রেল বন্দে ভারতের খাবারের গুণগত মান নিয়ে আইআরসিটিসিকে আগেই সতর্ক করেছিল। এবারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে আইআরসিটিসি। এক যাত্রী খাবারের আরশোলা থাকার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপরে ভারতীয় রেলে খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এই ঘটনায় আইআরসিটিসি পরিষেবা প্রদানকারীকে বেশ মোটা জরিমানা করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-পুরীতে সরকারি ব্যবস্থাপনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছল বঙ্গনিবাসের নকশা

২৪ জুলাই রানি কমলাপতি (হাবিবগঞ্জ)- হজরত নিজামুদ্দিন বন্দে ভারত এক্সপ্রেসে এক যাত্রী আইআরসিটিসির খাবারে একটি আরশোলা দেখতে পান। তিনি খাবারের একটি ছবি তোলেন এবং টুইটারে শেয়ার করেন। যাত্রীর টুইটের ফলে আইআরসিটিসির তরফে ক্ষমা চাওয়া হয়। যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খাবার তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। আইআরসিটিসি পরিষেবা প্রদানকারীর সংস্থাকে মোটা টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন-দেবেগৌড়ার ‘একলা চলো’

পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র এই মর্মে জানান, এই ত্রুটির জন্য দায়ী সংস্থাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় ওই সংস্থাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বন্দে ভারতের রান্নাঘরে নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে। খাবারের মান ঠিক রাখতেই এই পদক্ষেপের গ্রহণ করা হয়েছে।

Latest article