যমুনাতে জালে ডলফিন, রান্না করে খাওয়ায় মৎস্যজীবীর বিরুদ্ধে অভিযোগ

ডলফিনটিকে জাল থেকে তোলার পর মৎস্যজীবীরা কাঁধে করে বাড়ি নিয়ে গিয়ে সেটি রান্না করে খেয়ে ফেলে। সেই ছবি ভাইরাল হয়েছে।

Must read

যমুনা নদীতে (Yamuna River) মাছ ধরছিলেন জেলেরা। সেই সময় জালে উঠল আস্ত একটি ডলফিন (Dolphin)। বন্য সুরক্ষা আইনে ডলফিনকে সংরক্ষিত প্রাণী হিসেবে গণ্য করা হয়। উত্তর প্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বি এলাকায় এবার সেই ডলফিন রান্না করে খেলেন মৎস্যজীবীরা। কাঁধে করে মৎস্যজীবীদের ডলফিন নিয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বনবিভাগ। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-বন্দে ভারতে রুটিতে আরশোলা, জরিমানার মুখে সংস্থা

সোমবার ছায়াল ফরেস্ট রেঞ্জের ফরেস্ট রেঞ্জার রবীন্দ্র কুমার মৎস্যজীবীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ডলফিনের ওজন ছিল প্রায় এক কুইন্টাল। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশের যমুনার জলস্তর অনেকটাই বেড়েছে। ভাসতে ভাসতে ওই ডলফিন চলে আসে বলে মনে করা হচ্ছে। গত ২২ জুলাই নাসিরপুর গ্রামের মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল এই ডলফিন। রবীন্দ্র কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-পুরীতে সরকারি ব্যবস্থাপনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছল বঙ্গনিবাসের নকশা

ডলফিনটিকে জাল থেকে তোলার পর মৎস্যজীবীরা কাঁধে করে বাড়ি নিয়ে গিয়ে সেটি রান্না করে খেয়ে ফেলে। সেই ছবি ভাইরাল হয়েছে। জেলেরা ডলফিনটিকে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি রেকর্ড করা হয়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত,বন্যপ্রাণী সুরক্ষা আইনের (১৯৭২) অধীনে রঞ্জিত কুমার, সঞ্জয় দেওয়ান, বাবাজি এবং গেন্দালাল নামের মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রঞ্জিতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এদের মধ্যে বাকিরা পলাতক।

Latest article