মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে সই সংগ্রহ

মহানগরীর বিভিন্ন প্রান্তে এই দাবি জানিয়ে অধ্যাপকদের পক্ষ থেকে পড়েছে পোস্টার, ফ্লেক্স ও হোর্ডিং। শুরু হয়েছে গণস্বাক্ষরও।

Must read

প্রতিবেদন : বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে চেয়ে সরাসরি পথে নামল কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। মহানগরীর বিভিন্ন প্রান্তে এই দাবি জানিয়ে অধ্যাপকদের পক্ষ থেকে পড়েছে পোস্টার, ফ্লেক্স ও হোর্ডিং। শুরু হয়েছে গণস্বাক্ষরও। বুধবারই শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের সামনে ওয়েবকুপার সমর্থকরা তৃষ্ণার্ত পথচারীদের হাতে তুলে দিচ্ছিলেন পানীয় জল। সেইসঙ্গে বোঝাচ্ছিলেন, পড়ুয়াদের স্বার্থ সুরক্ষার জন্যই কেন মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্যপদে বসানো জরুরি। গণস্বাক্ষর অভিযানে শামিল হয়েছিলেন অধ্যাপকরা।

আরও পড়ুন-দায়রা কোর্টেও ধাক্কা খেলেন রাহুল

বৃহস্পতিবার ধর্মতলাতেও দেখা গেল একই ছবি। জলসত্র এবং গণস্বাক্ষর অভিযান। মুখ্যমন্ত্রীকে আচার্য পদে চেয়ে জনমত গঠনে অধ্যাপকরা পথে নেমেছেন বারাসত এবং বাঁকুড়াতেও। ওয়েবকুপার বক্তব্য, বিধানসভায় বিলও পাশ হয়েছে এই মর্মে। তাই অযথা কালবিলম্ব নিষ্প্রয়োজন। ওয়েবকুপার পক্ষ থেকে কৃষ্ণকলি বসু প্রশ্ন তুলেছেন, পরাধীন ভারতের নিয়ম স্বাধীন ভারতে চাপিয়ে দেওয়া হবে কেন? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর আচার্য যদি প্রধানমন্ত্রী হন, তাহলে রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী হবেন না কেন? অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যজুড়ে এই নিয়ে জনমত গড়ে তুলছে ওয়েবকুপা।

Latest article