সংবাদদাতা, হুগলি : লুপ্তপ্রায় দুটি কচ্ছপকে বাঁচাতে উদ্যোগী হলেন উত্তরপাড়ার এক কলেজছাত্রী। খোলা বাজারে কচ্ছপ বিক্রি হচ্ছে দেখে প্রতিবাদ জানানোর পর বন দফতরের হাতে দুটি কচ্ছপকেই তুলে দেন ওই ছাত্রী। কলেজ থেকে বাড়ি ফেরার পথে উত্তরপাড়ার রাস্তার পাশে জ্যান্ত দুটি কচ্ছপ বিক্রি হচ্ছিল। কিনে নিয়ে আসেন উত্তরপাড়ার বাসিন্দা ওই ছাত্রী।
আরও পড়ুন-বিরোধীদের লাগাতার উসকানি সত্ত্বেও স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণ ২৪ পরগনা, ভাঙড়ে অশান্তি আইএসএফের
মাংস হিসাবেই বিক্রির জন্য লুপ্তপ্রায় কচ্ছপ দুটিকে আনা হয়েছিল। দুটিকেই কিনে বাড়ি নিয়ে আসার পর নিরাপদ স্থানে প্রাণী দুটিকে ছেড়ে দিতে উদ্যোগ নেন। প্রথমে ভাবেন গঙ্গায় ছেড়ে দেবেন। কিন্তু জেলেদের জালে পড়ে তাদের প্রাণসংশয়ের সম্ভাবনা থাকায় শেষ পর্যন্ত বন দফতরের নম্বর জোগাড় করে ফোন করেন। কচ্ছপ দুটির কথা জানালে বনকর্মীরা বলেন, তাঁরা কচ্ছপ দুটিকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। নামপ্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী বলেন, ‘বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে।
আরও পড়ুন-প্যারোলে বেরিয়ে বিয়ের পিঁড়িতে
সেখানেই কচ্ছপ দুটিকে রেখে দিই। একটা একটু জখম থাকায় তার চিকিৎসার ব্যবস্থা করি। কচ্ছপের মতো প্রাণী এখন লুপ্তপ্রায়। হাটেবাজারে বিক্রি বেআইনি জেনেও কী করে প্রকাশ্যে বিক্রি হয় জানি না।’ বুধবার রাতে বন দফতরের হাতে কচ্ছপ দুটিকে তুলে দেন তিনি। এই ঘটনা জেনে স্বভাবতই এলাকাবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানান।