কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ কর্নেল, মেজর ও ২ অফিসার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

গত মঙ্গলবার বিকেল থেকে জঙ্গি দমন করার এক অভিযানে এই অফিসাররা যোগ দেন। অভিযান চলাকালীন শহিদ হন তাঁরা বলেই খবর

Must read

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে (Anantanag) তিনজন নিরাপত্তা অফিসার শহিদ হলেন। নিহতদের মধ্যে ভারতীয় সেনার এক কর্নেল পদাধীকারী, সেনার মেজর এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক ডেপুটি সুপারিন্টেডেন্ট রয়েছেন । গত মঙ্গলবার বিকেল থেকে জঙ্গি দমন করার এক অভিযানে এই অফিসাররা যোগ দেন। অভিযান চলাকালীন শহিদ হন তাঁরা বলেই খবর।

আরও পড়ুন-সেপটিক ট্যাঙ্কে মৃত তিনজনের পরিবারকে ২ লক্ষ করে দিল রাজ্য

মঙ্গলবার অনন্তনাগের গাদোলে এলাকায় এই জঙ্গি নিধন অভিযান শুরু হয়। রাষ্ট্রীয় রাইফেলসের এক কমান্ডিং অফিসার, এক মেজর ও জম্মু ও কাশ্মীরের ডেপুটি সুপারিন্টেডেন্ট পর্যায়ের আরও ২ জন এই ঘটনায় শহিদ হয়েছেন। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় শহীদ হয়েছেন কমান্ডিং অফিসার মনপ্রীত সিং, মেজর আশিস ধনচক, জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট হিমায়ুন মুজামিল ভাট। মনপ্রীত রাষ্ট্রীয় রাইফেলসের ১৯ তম ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার ছিলেন। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়ে বিকেলে অভিযান বন্ধ হলেও বুধবার সকাল থেকে আবার শুরু হয়। তাঁরা গোপন সূত্রে খবর পান স্থানীয় এক এলাকায় জঙ্গিরা রয়েছে। সেনার কর্নেল পদাধাকারী তাঁর টিমকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে গুরুতর আহত হন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনি প্রয়াত বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। জঙ্গিদের বুলেটে আহত হন সেনার মেজর পদের অফিসার এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট।

আরও পড়ুন-বিশ্বভারতীর নির্দেশ বাতিল কলকাতা হাইকোর্টে, ছাত্রীর গবেষণায় বাধা নেই

জঙ্গি সংগঠন রেজিসটেন্স ফোর্সকে ঘিরে এই লড়াই চলছিল। এই জঙ্গি সংগঠন পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবা গোষ্ঠীর দ্বারা চালিত হয়।রেজিস্টেন্স ফোর্স ওই সেনা অফিসারদের মৃত্যুর দায় গ্রহণ করেছে। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের এভাবে হারিয়ে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত। আমার হৃদয় তাঁদের পরিবার এবং প্রিয়জনের প্রতি সংবেদনশীল। তাঁদের আত্মা শান্তিতে থাকুক। আমাদের জাতিকে রক্ষা করার জন্য তাঁদের বলিদান কখনই ভোলা যাবে না।’

 

Latest article