মাস্ক পরেই আসুন আদালতে, আর্জি প্রধান বিচারপতির

নির্বাচনে বিনামূল্যের উপহারের প্রতিশ্রুতি স্থগিতের দাবিতে করা একটি আবেদনের শুনানির সময়, রামানা বলেন, দয়া করে সকলেই মাস্ক পরুন।

Must read

প্রতিবেদন : দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। রাজধানীতে করোনা সংক্রমণের হার ১৭ শতাংশের উপরে। ১০ অগাস্ট করোনার বলি হয়েছেন ৮ জন। সংক্রমণ বৃদ্ধির কারণে দিল্লি সরকার সমস্ত পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। নতুন নির্দেশিকায় সরকার জানিয়েছে, পাবলিক প্লেসে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। যারা নির্দেশ লঙ্ঘন করবে তাদের ৫০০ টাকা জরিমানা করা হবে। সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানাও বৃহস্পতিবার আদালতে উপস্থিত সবাইকে মাস্ক পরতে বলেছেন।

আরও পড়ুন-এই খাবার কুকুরও খাবে না, অভিযোগ পুলিশকর্মীর

নির্বাচনে বিনামূল্যের উপহারের প্রতিশ্রুতি স্থগিতের দাবিতে করা একটি আবেদনের শুনানির সময়, রামানা বলেন, দয়া করে সকলেই মাস্ক পরুন। আদালতের বেশিরভাগ কর্মী সংক্রামিত হচ্ছেন। অনেক বিচারপতিও কোভিডে আক্রান্ত। তাই এই মুহূর্তে মাস্ক পড়াটা সকলের জন্য খুবই জরুরি। গত ২৪ ঘন্টায় দিল্লিতে ২১৪৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ জনের। দিল্লিতে করোনা পজিটিভিটির হার এখন ১৭.৮৩ শতাংশ। অগস্টে করোনায় দিল্লিতে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। সরকারী তথ্য অনুসারে, জুলাইয়ের শেষ ১০ দিনের তুলনায় সংক্রমণ প্রায় তিনগুণ বেড়েছে। ১০ অগাস্ট নথিভুক্ত মৃত্যুর সংখ্যা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ। তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

Latest article