মস্কোকে সেনা পাঠাচ্ছেন কিম জং

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পাশে দাঁড়ালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। রাশিয়াকে ১ লাখ সেনা পাঠিয়ে সাহায্য করার প্রস্তাব দিলেন কিম।

Must read

প্রতিবেদন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পাশে দাঁড়ালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। রাশিয়াকে ১ লাখ সেনা পাঠিয়ে সাহায্য করার প্রস্তাব দিলেন কিম। দক্ষিণ কোরিয়ার এক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, ইতিমধ্যে ডনবাস অঞ্চলে সেনা পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর কোরিয়া। লুহানস্কেও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ক্রেমলিনের সমর্থক এক নিউজ এজেন্সির রিপোর্ট থেকে জানা গিয়েছে, মস্কোর প্রস্তাব সাড়া দিয়ে ডনবাসে ১ লাখেরও বেশি সেনা পাঠাতে চলেছে কিমের উত্তর কোরিয়া। পরিবর্তে কিমের দেশকে মস্কো পাঠাবে বিপুল পরিমাণ আনাজ ও খাদ্যদ্রব্য। প্রায় ছয় মাস যুদ্ধ চালিয়ে এখনও ইউক্রেন বিজয় অধরা পুতিন বাহিনীর।

আরও পড়ুন-মাস্ক পরেই আসুন আদালতে, আর্জি প্রধান বিচারপতির

রুশ হামলায় ইউক্রেনের একের পর এক শহর ধ্বংস হয়েছে। বহু ইউক্রেনীয় সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আঘাতে রুশ বাহিনীরও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে অস্ত্র ভাণ্ডার। ছয় মাস দেশছাড়া থাকার পর বেশিরভাগ রুশ সেনাই দেশে ফিরতে চাইছেন। পরিস্থিতি সামাল দিতে মস্কো এখন ইরান, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশের সাহায্যপ্রার্থী হয়েছে। ওইসব দেশ থেকে সৈন্য ও অস্ত্রশস্ত্র আনার জন্য কথাবার্তা চালাচ্ছেন পুতিন। সূত্রের খবর, সিরিয়া থেকে তুরস্কের বসফরাস প্রণালী হয়ে অস্ত্রশস্ত্র আনাচ্ছে রাশিয়া। রাশিয়ার সেই আবেদনে সাড়া দিয়ে ডনবাসে এক লাখের বেশি সেনা পাঠাতে চলেছেন কিম জং উন। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ।

Latest article