প্রতিবেদন : কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে জটিলতা অব্যাহত। হাইকোর্টে পুরভোট নিয়ে মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী সোমবার হবে এই গুরুত্বপূর্ণ শুনানি। আজ অর্থাৎ ২৫ নভেম্বরের মধ্যে যদি পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা না যায় তবে আগামী ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ করা সম্ভব নয়। কারণ, নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি জারির ২১ দিন পর ভোট করতে হয়। সেক্ষেত্রে এদিন যদি বিজ্ঞপ্তি জারি করা না যায় তাহলে ভোট পিছিয়ে যাবে। রাজ্যের সব পুরসভাতে এক সঙ্গে ভোট করানোর আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি পিছিয়ে গেল। যদিও ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কোনও নিষেধাজ্ঞাও জারি করেনি আদালত। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে কোনও নির্দেশিকাও দেয়নি হাই কোর্ট।
আরও পড়ুন : এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগে হাইকোর্টের নির্দেশ সিবিআই তদন্তে স্থগিতাদেশ
ফলে আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে কি না তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, এ নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন কমিশনের কর্তারা। কমিশন সূত্রে জানা যাচ্ছে, হাওড়া পুরনিগমের ভোট বাদ দিয়ে শুধুমাত্র কলকাতায় ভোট করতে পারে কমিশন। হাওড়া পুরনিগমের থেকে বালি পুরসভা আলাদা করার সিদ্ধান্ত নিয়ে জটিলতা তৈরি হয়েছে। হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডকে আলাদা করা হয়েছে। সেটা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। রাজ্য সরকার বিল পাশ করলেও রাজ্যপাল জগদীপ ধনকড় এখনও তাতে সই করেননি। ফলে বিলটি আইনে রূপান্তরিত হয়নি। এর জেরে রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি জারি করতে আদৌ পারবে কি না সেটা নিয়েও তৈরি হয়েছে ধন্ধ। যদিও উন্নয়নের স্বার্থে বালিকে পৃথক পুরসভা করা হয়েছে।