মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রাথমিকে শুরু শিক্ষক নিয়োগ

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন খুব শীঘ্রই প্রাথমিকে শিক্ষক নিয়োগ শুরু হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল ১৬,৫০০-র বেশি প্রাথমিক শিক্ষক চাকরি পাবেন। সেই প্রেক্ষিতেই বুধবার থেকে শুরু হল প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এদিন জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করলাম। প্রথম দিনে মেধা তালিকার ভিত্তিতে ৪৭৪ জনকে নিয়োগ করা হয়েছে। ২০২১ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ। বাতিল হয়ে যাওয়া ৩০০-র বেশি শিক্ষক-শিক্ষিকা এই তালিকা ভুক্ত হয়েছেন। পরবর্তীতে আরও ৭৩৮ জনকে নিয়োগ করা হবে। সেই নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে বলে মানিকবাবু জানান। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে এ রাজ্যের বিরোধী দলগুলি উসকানিমূলক রাজনীতি করেছে।

আরও পড়ুন :পুরভোট : আইনি পরামর্শ নিয়ে এগোচ্ছে কমিশন

চাকরিপ্রার্থীদের অনেকেই ভুল বুঝেছেন। এঁদের কেউ কেউ বিকাশভবন অভিযান করেছেন। এমনকী প্রাথমিক শিক্ষক সংসদের অফিসও ঘেরাও করেছেন। কিন্তু মেধার ভিত্তিতে রাজ্য শিক্ষা দফতর শিক্ষক নিয়োগে ছিল তৎপর। মেধাভিত্তিক তালিকা তৈরি করে এই নিয়োগ শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্য এই নিয়োগ নিয়ে রাজ্যে বাম ও রাম ভক্ত দলগুলি রাজনীতি করেছে। যা বাংলার শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে বারেবারে। মানিক ভট্টাচার্য আরও জানিয়েছেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এবং মেধার ভিত্তিতে দেওয়া হয়েছে চাকরি। বাংলার মুখ্যমন্ত্রী কথা দিলে যে কথা রাখেন তা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় আরও একবার প্রমাণিত হল। শিক্ষা সংসদ সূত্রে খবর, এই নিয়োগ প্রক্রিয়া পরবর্তীতে ধাপে ধাপে এগোবে।

Latest article