Kolkata Police: করোনা আবহে থানায় না গিয়েই এবার হোয়াটসঅ্যাপে জানান অভিযোগ

এখন থেকে কোনও সমস্যায় সাধারণ মানুষকে অভিযোগ জানাতে সশরীরে আর থানায় আসতে হবে না। হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ করা যাবে।

Must read

দেশজুড়ে করোনা (Corona) সংক্রমণে নাজেহাল সকলে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। কলকাতার (Kolkata). কোভিড পজিটিভ রেট (Covid Positive Rate) ক্রমশ বাড়ছে। সংক্রমণ মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

আরও পড়ুন-করোনা আক্রান্তদের চাঙ্গা করতে নয়া উদ্যোগ হ্যালো, মহকুমাশাসক বলছি

এখন থেকে কোনও সমস্যায় সাধারণ মানুষকে অভিযোগ জানাতে সশরীরে আর থানায় আসতে হবে না। হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ করা যাবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখিতভাবেই নয়, ভয়েস মেসেজ, এমনকী ভিডিও কলের মাধ্যমে কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগকারী।

প্রসঙ্গত, আজ, শনিবার পর্যন্ত কলকাতায় প্রায় সাড়ে তিনশোর বেশি পুলিশ কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে পরিষেবা শুরু করলে থানায় মানুষের যাতায়াত কিছুটা হলেও কমবে। সেই দিকটি বিবেচনায় রেখেই লালবাজারের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-পড়ুয়াবন্ধু পুলিশের অভিনব ‘কৌশিশ’ নিখরচায় পরীক্ষা প্রস্তুতি–তালিম

কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রত্যেক থানার কাছে মোবাইল ফোন পাঠিয়েছে। মোবাইল ফোনটি থাকবে ডিউটি অফিসারের কাছে। থানা ভিত্তিক হোয়াটসঅ্যাপ নম্বরগুলি ও ফোন নম্বরগুলির তালিকা নীচে দেওয়া হল ।

Latest article