করোনা আক্রান্তদের চাঙ্গা করতে নয়া উদ্যোগ হ্যালো, মহকুমাশাসক বলছি

ফোনের ওপাশে মহকুমাশাসক বিপ্লব সরকার। তাঁর এলাকায় করোনা আক্রান্তদের খোঁজ তো নিচ্ছেনই পাশাপাশি জোগাচ্ছেন মনোবল।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর। ক’দিন ধরে স্বাদ-গন্ধ নেই । পরীক্ষা করাতে রিপোর্ট এল পজেটিভ। চিন্তায় আতঙ্কে যখন মানসিকভাবে ভেঙে পড়েছেন আলিপুরদুয়ারের এক বাসিন্দা তখনই বেজে উঠল ফোন। ‘হ্যালো আমি মহকুমাশাসক বলছি’। এই ফোনে যেন মুহূর্তের মধ্যে মেডিসিনে কাজ করল। ফোনের ওপাশে মহকুমাশাসক বিপ্লব সরকার। তাঁর এলাকায় করোনা আক্রান্তদের খোঁজ তো নিচ্ছেনই পাশাপাশি জোগাচ্ছেন মনোবল।

আরও পড়ুন-পড়ুয়াবন্ধু পুলিশের অভিনব ‘কৌশিশ’ নিখরচায় পরীক্ষা প্রস্তুতি–তালিম

আর তাতেই তিনি এলাকাবাসীর কাছে হয়ে উঠেছেন জাদুকর । কোভিডের ভয়াবহ রূপ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। তাই করোনা আক্রান্ত হলে শারীরিকভাবে মানুষ যতটা না দুর্বল হচ্ছে, তার চেয়ে বেশি দুর্বল হয়ে পড়ছেন মানসিক ভাবে। আক্রান্তদের মনে তখন একটাই চিন্তা, সংক্রমণের থেকে বেঁচে ফিরব তো? এই অবস্থায় জেলয় করোনা-আক্রান্তদের প্রতিদিন দফতরে এসেই টেলিফোন করে খোঁজ-খবর নিচ্ছেন মহকুমাশাসক বিপ্লব সরকার। ফোনে কথা বলে সাহস জোগাচ্ছেন আক্রান্তদের। তাছাড়াও আক্রান্তরা কেমন আছেন দেখতে পৌঁছে যাচ্ছেন বাড়িতেও।

আরও পড়ুন-ফোন করলেই বাড়িতে হাজির হবেন স্বাস্থ্যকর্মী

প্রয়োজন মতো খাবার, ঔষধ পৌঁছে দিচ্ছেন। তাঁর চেষ্টায় মনোবল ফিরে পাচ্ছেন আক্রান্তরা। এই বিষয়ে মহকুমাশাসক বিপ্লব সরকার বলেন, ‘মানুষের মধ্যে কারোনা নিয়ে একটা ভীতি কাজ করছে । ভয় দূর করে সাহস জোগাতেই এই প্রচেষ্টা। আশা করি খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব ভয় কে জয় করব।’

Latest article