সংবাদদাতা, হাওড়া : অবশেষে হাওড়া কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হল ৬৬। আজ মঙ্গলবার এলাকা পুর্নবিন্যাস সংক্রান্ত চূড়ান্ত আসন তালিকা প্রকাশ হচ্ছে। এই ব্যাপারে গত ২৮ ডিসেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই খসড়া তালিকা নিয়ে ৯টি আপত্তি জমা পড়ে। গত শুক্রবার ১৩ জানুয়ারি শুনানির মাধ্যমে সেগুলির সবই নিষ্পত্তি করা হয়েছে।
আরও পড়ুন-মিড-ডে মিল দেখবে রাজ্য প্রতিনিধিরাও
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার হাওড়া পুরনিগমের ৬৬টি ওয়ার্ডের চূড়ান্ত আসন তালিকা প্রকাশিত হবে। খসড়া তালিকার সঙ্গে চূড়ান্ত তালিকার কোনও পরিবর্তন হয়নি বলে সূত্রের খবর। ৫০ থেকে ওয়ার্ড সংখ্যা বেড়ে ৬৬ হওয়ায় মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা করা হয়েছে ২২টি। এগুলি হল ১, ৪,৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ২৯ ,৩২, ৩৫, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯ ও ৬২। এর মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডটি তফসিল জাতির মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। ৬৪ নম্বর ওয়ার্ডটি তসফিল জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে। উল্লেখ্য, নতুন হাওড়া পুর বিলে পূর্বেকার রাজ্যপাল জগদীপ ধনকড় স্বাক্ষর না করায় হাওড়ায় পুরভোট আটকে যায়।
আরও পড়ুন-বইমেলার প্রস্তুতি শুরু জোরকদমে
এই সমস্যার সমাধানে রাজ্য সরকার হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৫০ থেকে ৬৬ করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী এলাকা পুর্নবিন্যাসের কাজ শুরু হয়। অবশেষে সেই কাজ শেষ হল। মঙ্গলবার ৬৬টি ওয়ার্ডের চূড়ান্ত আসন সংরক্ষণ তালিকা প্রকাশ হয়ে গেলে হাওড়ায় পুরবোর্ড করার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকবে না বলে প্রশাসনিক কর্তারা মনে করছেন।