প্রতিবেদন : মধ্যরাতের একটি বৈঠকের সূত্রে আরও স্পষ্ট হয়ে গেল মহারাষ্ট্রের মহাসংকটের পিছনে বিজেপির কুৎসিত কারসাজি। নির্বাচিত সরকারে অস্থিরতা তৈরি করে মহারাষ্ট্রের ক্ষমতা হস্তগত করার পিছনে সক্রিয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।
বছর আড়াই আগে রাজ্য বিধানসভার নির্বাচনে মহারাষ্ট্রে ক্ষমতা হারিয়েছিল বিজেপি। জনাদেশে ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি প্রথম থেকেই পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করার চেষ্টা চালিয়েছিল। যদিও সফল হয়নি। নিজেদের ক্ষমতায় সরকার গড়তে না পারলেও বিজেপি শুরু থেকেই পিছনের দরজা দিয়ে রাজ্যে সরকার গঠনের তৎপরতা চালিয়ে গিয়েছে।
আরও পড়ুন-লক্ষ্য একুশে জুলাই, বিরোধী দলনেতার বাড়ির সামনে লিখন
এতদিন সফল হতে না পারলেও এবার তারা মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকারকে ধাক্কা দিতে পেরেছে। বিদ্রোহী শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রীএকনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়কদের একাংশকে দল ভাঙিয়ে এনে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সেই চেষ্টার অঙ্গ হিসেবে শনিবার মধ্যরাতে গুজরাতের ভদোদরায় গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেন একনাথ। রাতারাতি গুয়াহাটি থেকে গুজরাত ফিরে বৈঠক শেষে অসমে ফিরে গিয়েছেন একনাথ শিন্ডে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে সময় এই বৈঠক হয়েছে সেই সময় ভদোদরায় উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-বিরোধী দলনেতাকে গ্রেফতার দাবি কাঁথিতে
তবে শিন্ডে ও ফড়নবিশের বৈঠক চলাকালীন শাহ উপস্থিত ছিলেন কি না তা স্পষ্টভাবে জানা যায়নি। যদিও অনেকেই বলছেন, সামনাসামনি বৈঠক যদি নাও হয় ফোনে কথা নিশ্চিতভাবেই হয়েছে এবং সেটাই স্বাভাবিক। আর মহারাষ্ট্রে জোট সরকার ফেলার গোটা অপারেশনের পিছনে যে অমিত শাহ আছেন তাও নিশ্চিত। রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে, চাপ দিয়ে দল ভাঙিয়ে সরকার গড়ার কাজে অমিত শাহ সিদ্ধহস্ত। এর আগে মধ্যপ্রদেশ ও কর্নাটকে তিনি কংগ্রেস ভাঙিয়ে বিজেপিকে ক্ষমতায় ফিরিয়েছেন। মানুষের রায় না থাকলেও শাহ পিছনের দরজা দিয়ে কর্নাটক ও মধ্যপ্রদেশে বিজেপিকে ক্ষমতায় ফিরতে কৌশল করেছেন। এবার শাহর চোখ পড়েছে মহারাষ্ট্রে।
আরও পড়ুন-ভোট পড়ল ৮০.৮৬% শান্তিপূর্ণ ভোটের নজির ঝালদা উপনির্বাচন
দলের স্বার্থসিদ্ধি করতে যেভাবে শিবসেনা বিধায়কদের একাংশকে বন্যাবিধ্বস্ত অসমের গুয়াহাটি নিয়ে গিয়ে পাঁচতারা হোটেলে বিলাসবহুল আপ্যায়ন করা হচ্ছে তাতে সবাই বিস্মিত। শুধু তাই নয়, বিজেপি শাসিত অসমে বিজেপি বিধায়করা গিয়ে শিন্ডেদের সঙ্গে দেখাও করছেন। বিদ্রোহী বিধায়করা নিয়মিত বিপুল টাকা খরচ করে গুয়াহাটি-আমেদাবাদ যাতায়াত করছেন। শিন্ডের সমর্থকদের দাবি, কংগ্রেস ও এনসিপির সঙ্গ ত্যাগ করে শিবসেনাকে বিজেপির সঙ্গে জোট সরকার গড়তে হবে। অন্যদিকে, শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, এভাবে একনাথ ও তাঁর সহযোগীরা কতদিন লুকিয়ে গুয়াহাটিতে বসে থাকবেন? একদিন তো মুম্বইয়ে ফিরতে হবে! তখন মানুষই তাঁদের বিশ্বাসঘাতকতার জবাব দেবে।