সংবাদদাতা, ঝাড়গ্রাম : জঙ্গলমহলের ছেলেমেয়েদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিতে এবার প্রশিক্ষণ কেন্দ্র করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এর আগে বিনামূল্যে দিশা কোচিং সেন্টার, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করতে লক্ষ্যভেদ কর্মসূচি, সাথী প্রকল্পের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ, দান প্রকল্পের মাধ্যমে রক্তদানের ক্লাব ইত্যাদি তৈরি— একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করে জঙ্গলমহলে সাড়া ফেলে দিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
আরও পড়ুন-গঙ্গাসাগরে এবার পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট
সহায় প্রকল্প, দান প্রকল্পের পর এবার জঙ্গলমহলের এলাকার ছেলেমেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রতিটি ব্যাচে ১৫ জন করে ছাত্রছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবে। সপ্তাহে তিনদিন করে প্রশিক্ষণের ক্লাস চলবে। প্রশিক্ষণের মেয়াদ দেড় মাস। এখানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ট্যালি ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার।
আরও পড়ুন-মহিলাদের ক্ষমতায়নই সভামুখী করছে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনির্ভর স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সামনে পুলিশ সুপার বলেন, ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে এর আগে বিভিন্ন স্তরে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার থেকে আমরা তোমাদের একটা মঞ্চ দিতে পারি। সেখান থেকে তোমরা স্বাবলম্বী হও। আমরা কখনও কারও কেরিয়ার তৈরি করে দিতে পারি না। মন্ত্রী বীরবাহা হাঁসদা পুলিশ ও বনবিভাগের কর্তাদের এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য প্রশংসা করেন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘তোমরা যে সুযোগ পেয়েছ তার সদ্ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াও, ঝাড়গ্রামের মুখ উজ্জ্বল করো।”