মহিলাদের ক্ষমতায়নই সভামুখী করছে

যেভাবে মহিলাদের স্বনির্ভর ও ক্ষমতায়ন করেছেন, তাঁদের জন্য বহু জনমুখী প্রকল্প করেছেন, তাতে মহিলারা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।

Must read

প্রতিবেদন : সোনারপুর উত্তর বিধানসভা এলাকার বনহুগলিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে মঙ্গলবার একটি সভা হল। আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের প্রচারের ওপর জোর দেওয়ার কথা বললেন স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম। সভায় বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি দেখে উচ্ছ্বসিত ফিরদৌসি বলেন, এটি মহিলা সম্মেলন বলেই মহিলারা বেশি সংখ্যায় এসেছেন, তা নয়। সব সভাতেই মহিলাদের উপস্থিতি এখন লক্ষ্য করার মতো। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন-সাঁতরাগাছি সেতু খুলছে সময়ের আগেই

যেভাবে মহিলাদের স্বনির্ভর ও ক্ষমতায়ন করেছেন, তাঁদের জন্য বহু জনমুখী প্রকল্প করেছেন, তাতে মহিলারা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি করোনা নিয়ে উপস্থিত মহিলাদের সতর্কও করেন। কারণ, চিনে আবার করোনা-সতর্কতা জারি হয়েছে। সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল বলেন, গ্রামে গ্রামে গিয়ে মানুষের কথা শুনতে হবে। তাঁদের সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।

Latest article