শান্তনু বেরা, রামনগর: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব জোয়ার’ কর্মসূচি কার্যত ‘জন জোয়ার’ কর্মসূচিতে পরিণত হলো পূর্ব মেদিনীপুরে। এদিন পটাশপুর থেকে এগরা, আবার রামনগর থেকে কাঁথি- সর্বত্র এই কর্মসূচিকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কোথাও মহিলা ঢাকির দল, কোথাও আদিবাসী নৃত্য, কোথাও মায়েদের শাঁখের আওয়াজ স্বাগত জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাস্তার দুদিকে ঠাসা জনতার ভিড় থেকে বারবার আওয়াজ উঠলো ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’। কোথাও ভিড় থেকে আবদার ভেসে এলো, পঞ্চায়েতের আগে আবার জেলায় আসতে হবে। মৃদু হাসির মাধ্যমে, আলতো ঘাড় নেড়ে সম্মতি জানালেন নেতা।
আরও পড়ুন-সংগঠন মজবুত করতে অভিষেকের কড়া নির্দেশ
পটাশপুর থেকে এদিন এগরার আসেন তিনি। এগরার কুদি মোড় থেকে রশন শনি মন্দির পর্যন্ত রোড শোতে জনতার ভিড় উপচে পড়ে। এরপর মন্ত্রী অখিল গিরির রামনগর বিধানসভা কেন্দ্রে আসেন অভিষেক। সারা বিধানসভা এলাকা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে কর্মীরা পোস্টার ব্যানারে ভরিয়ে দেন। তারপর বেলবনি শহীদ ক্ষেত্রে নবজাগরণ যাত্রা আসে। সেখানে শহীদ স্মৃতিতে মাল্যদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামে এখানে ১১ জন শহীদ হয়েছিলেন।
আরও পড়ুন-বৈঠকে কেন মুখপাত্র
এরপর দেপাল হয়ে তিনি যান ডেমুড়িয়ার বিখ্যাত জগন্নাথ মন্দিরে। সকলের মঙ্গল কামনায় এখানে পুজো দেন। পুরীর শিল্পীদের দিয়ে তৈরি এখানকার বিখ্যাত জগন্নাথ বলরাম সুভদ্রার রথ মন্দিরের সামনে আগামী রথ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই রথ পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর আসেন কাজু শিল্পের জন্য বিখ্যাত তাজপুরে। কাজু কর্মীদের সঙ্গে কথা বলেন।