প্রতিবেদন : বাংলার বিভিন্ন জনসভায় লোকসভা ভোটের সম্ভাব্য ফল সম্পর্কে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্টেও সেই একই বক্তব্য উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটভুক্ত সব বিজেপি বিরোধী দলেরই দাবি: অব কি বার ইন্ডিয়া (INDIA Alliance) সরকার।
চলতি লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই চারদফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আর বাকি তিন দফা। বিজেপি নেতারা যে লম্বাচওড়া দাবিই করুন না কেন, বাস্তব হল, দেশজুড়ে উধাও মোদি ঝড়। একইসঙ্গে অযোধ্যার রামমন্দির ইস্যুও ম্লান। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ শিল্পমহল। মানুষের প্রাত্যহিক জীবনযন্ত্রণার সমস্যা আর প্রতিষ্ঠান- বিরোধিতার হাওয়া জোরালো হচ্ছে। চারশো সংখ্যার টোপ দেখিয়ে বাজার গরম করলেও বিজেপি নেতাদের শরীরী ভাষায় সেই আত্মবিশ্বাস উধাও। প্রথম চারদফায় ভোটের পর রীতিমতো চাপে মোদি-শাহরা।
চলমান ভোটপর্বের মূল্যায়ন করে কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, অব কি বার ইন্ডিয়া সরকার। দেশজুড়ে অন্তত ১৪০ আসনে জেতার আশা করছে কংগ্রেস। যদিও বাংলায় আসন জেতা নিয়ে সংশয় রয়েছে হাইকমান্ডের।
আরও পড়ুন-আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর জনসভা, জনস্রোত সামলাতে প্রস্তুত প্রশাসন
এবার সবমিলিয়ে ৩২৮টি আসনে লড়ছে কংগ্রেস। তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই ২০৪টিতে। এপর্যন্ত হওয়া ভোটের প্রবণতা দেখে কংগ্রেসের বিশ্লেষকদের মত, ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে খাড়্গের দল। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলির প্রাপ্ত আসনকে ধরলে মহাজোট ‘ইন্ডিয়া’ (INDIA Alliance) ৩০০ আসন পেরিয়ে যাবে বলে কংগ্রেসের নিজস্ব রিপোর্টে উঠে এসেছে।
এ পর্যন্ত ভোট হয়ে গিয়েছে ৩৭৯ কেন্দ্রে। বাকি আর তিনদফা। তবে এর মধ্যেই ভোটারদের প্রত্যাশা স্পষ্ট বলে মত তৃণমূল-সহ বাকি বিরোধীদের। মোদি ঝড় উধাও, রামমন্দির ইস্যুও পিছনের সারিতে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বঞ্চিত মধ্যবিত্তদের ক্ষোভ, একের পর এক ইস্যু বিপক্ষে যাচ্ছে নরেন্দ্র মোদির। তার উপর নির্বাচনী বন্ড নিয়ে লাগাতার বিজেপি-বিরোধী ক্ষোভ। এছাড়া তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের ইস্যু তো রয়েইছে। সবমিলিয়ে মোদি সরকারের বিপক্ষে হাওয়া স্পষ্ট বোঝা যাচ্ছে।
এই প্রসঙ্গে কংগ্রেস উদাহরণ টেনেছে ২০০৪ সালের। সেবার কংগ্রেস ১৪৫টি আসন পেয়েও ইউপিএ সরকার গঠন করেছিল। কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত হওয়া তিনদফার ভোট থেকে ১১০-১২০ আসছেই। বাকিটা শেষ তিনপর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকী, কোনও কোনও রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করে অপ্রত্যাশিত ফলের আশা করছে কংগ্রেস হাইকমান্ড। ঘরোয়া আলোচনায় বিরোধী নেতারা বলছেন, একবার ‘ইন্ডিয়া’ ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়ে অনেক দল মহাজোটে শামিল হবে।