মাউন্ট উচিটেল জয়

বেলা ১১টা নাগাদ উচিটেল পর্বত শৃঙ্গের চূড়ায় পৌঁছোন তাঁরা। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে নির্বিঘ্নে তাঁরা বেস ক্যাম্পে ফিরে আসেন।

Must read

প্রথম ভারতীয় হিসেবে কিরগিস্তানের মাউন্ট উচিটেল শৃঙ্গ জয় করলেন বাংলার ৫ জন পর্বতারোহী। ৪৫৫০ মিটার উচ্চতার এই শৃঙ্গ জয় করতে ৬ ঘণ্টা সময় লাগে ওই ৫ অভিযাত্রীর। বৃহস্পতিবার ভোর ৫টায় বেস ক্যাম্প থেকে অভিযান শুরু করেন রাজ্যের ৫ জন অভিযাত্রী। তাঁরা হলেন পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়, দেবাশিস বিশ্বাস, সৌরভসিঞ্চন মন্ডল, অভিজিৎ রায় ও কিরণ পাত্র।

আরও পড়ুন-রাজ্যের স্বার্থবিরোধী কাজের কৈফিয়ত চাইলেন নয়াগ্রামবাসী, গদ্দার নেতাকে দেখে চোর চোর রব

বেলা ১১টা নাগাদ উচিটেল পর্বত শৃঙ্গের চূড়ায় পৌঁছোন তাঁরা। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে নির্বিঘ্নে তাঁরা বেস ক্যাম্পে ফিরে আসেন। অভিযাত্রী দলের সদস্যরা জানান, উচিটেল কথার অর্থ শিক্ষক।

Latest article