বোনাসের দাবিতে চা-শ্রমিকদের লাগাতার আন্দোলন, পাশে তৃণমূল সাংসদ

Must read

আলিপুরদুয়ার: শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজো বোনাসের দাবিতে শনিবারও আলিপুরদুয়ারের প্রতিটি চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিংয়ে সামিল হল চা শ্রমিকরা। এই আন্দোলনে সামিল হতে সংসদের বিশেষ অধিবেশন শেষ করেই ধওলা ঝোরা চা বাগানে শ্রমিকদের মাঝে থাকলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik)।

ইতিমধ্যেই দুটি বোনাস বৈঠক আমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আগামী ৫ ও ৬ অক্টোবর পুনরায় বোনাস বৈঠকের ডাক দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সকালে প্রতিটি চা বাগানে গেট মিটিংয়ে সামিল হন শ্রমিকরা।

আরও পড়ুন- নতুন সংসদ ভবনকে ‘মোদি মাল্টিপ্লেক্স’ বলা উচিত, তীব্র কটাক্ষ কংগ্রেস নেতার

এদিন কালচিনি ব্লকের আটিয়াবাড়ি, ভাতখাওয়া, মেচপাড়া, মালঙ্গী, নিমতি-সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং অনুষ্ঠিত হয়। ২০ শতাংশ বোনাস প্রসঙ্গে সাংসদ প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) জানান, বছরে একবার উৎসবের সময়ই বোনাস পেয়ে থাকেন শ্রমিকরা, তাদের বোনাসের দাবিকে মান্যতা দিতেই হবে চা বাগানের মালিকদের।

Latest article