হামসফর এক্সপ্রেসে আগুন, ফের প্রশ্নের মুখে রেলের যাত্রীসুরক্ষা

Must read

শনিবার ভয়াবহ আগুন লাগে হামসফর এক্সপ্রেসে (Humsafar Express Fire)। তিরুচিরাপল্লি থেকে শ্রী গঙ্গানগরগামী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন দুপুরে গুজরাতের ভালসাদ স্টেশনের কাছে প্রথম নজরে আসে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথমে ইঞ্জিনে আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নামতে শুরু হয় হুড়োহুড়ি। দ্রুত গোটা ট্রেন খালি করে দেওয়া হয়েছে খবর। কিন্তু এরপর আবারও প্রশ্নের মুখে ভারতীয় রেলের যাত্রীসুরক্ষা।

আরও পড়ুন- নতুন সংসদ ভবনকে ‘মোদি মাল্টিপ্লেক্স’ বলা উচিত, তীব্র কটাক্ষ কংগ্রেস নেতার

রেলের তরফে জানানো হয়, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে (Humsafar Express Fire) দাঁড় করিয়ে কামরাগুলি থেকে দ্রুত  যাত্রী উদ্ধারের কাজ শুরু হয়। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছেন রেল আধিকারিকরা। এদিকে এই ঘটনার বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত মাসেই তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এমনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার একই ঘটনা ঘটল গুজরাতে।

Latest article