হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রাজীব গান্ধী হত্যা মামলার দোষী সান্থনের

১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় যে তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল, তার মধ্যে অন্যতম সান্থন।

Must read

রাজীব গান্ধী (Rajiv Gandhi) হত্যা মামলার অন্যতম অভিযুক্তের মৃত্যু হল হাসপাতালে। রাজীব গান্ধী হত্যা মামলায় টি সুথেন্দ্ররাজন ওরফে সান্থন নামে ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যদিও পরে মুক্তি পেয়ে যান তিনি। বুধবার চেন্নাই হাসপাতালে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সান্থন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। কিছুদিন আগে তাঁকে রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সকাল ৭টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চিকিৎসক ড. ভি থেরানিরাজন এই খবর জানান। হাসপাতাল তরফে খবর, লিভার ফেলিওর হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বুধবার ভোর ৪টে নাগাদ হার্ট অ্যাটাক হয় তাঁর। সিপিআর-এর মাধ্যমে একটু সুস্থ হয়েছিলেন তবে ৭টা ৫০ মিনিটে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-‘সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম’ সন্দেশখালি নিয়ে স্পষ্ট বক্তব্য মুখ্যমন্ত্রীর

১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় যে তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল, তার মধ্যে অন্যতম সান্থন। ২০২২ সালে নভেম্বর মাসে তিনজনই অব্যাহতি পেয়ে যান। প্রসঙ্গত, ১৯৯১ সালে রাজীব গান্ধীর আত্মঘাতী হামলায় মৃত্যু হয়। সেই হামলা চালায় টাইগারস অব তামিল ইলাম (LTTE)। সিবিআই দাবি করে, সেই সংগঠনের সদস্য ছিলেন সান্থন।

Latest article