কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলার মিত্রাভ গুহ

৯ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই পেয়েছে সে। সব ম্যাচই জিতে চ্যাম্পিয়ন হয়েছে গতবছর অনূর্ধ্ব-৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন সর্বার্থ।

Must read

মালয়েশিয়ার মালেকায় অনুষ্ঠিত কমনওয়েলথ ( Commonwealth) দাবা চ্যাম্পিয়নশিপে বাংলার দাবাড়ু গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ সোনা জিতলেন। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে ৯ পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে ভারতীয় দাবাড়ুরা প্রতিবারই নিজেদের অস্তিত্ব প্রমাণ করেন। শেষ ৯ সংস্করণেই সোনা জিতেছেন কোনও না কোনও ভারতীয়। মঙ্গলবার মালয়েশিয়ার মালেকায় সেই ধারা অব্যাহত রাখল বাংলার মিত্রাভ গুহ।

আরও পড়ুন-হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রাজীব গান্ধী হত্যা মামলার দোষী সান্থনের

মালেকা থেকে পদক পেয়েছেন আরও দুই বাঙালি দাবাড়ু। অনূর্ধ্ব-৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সর্বার্থ মণি। ৯ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই পেয়েছে সে। সব ম্যাচই জিতে চ্যাম্পিয়ন হয়েছে গতবছর অনূর্ধ্ব-৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন সর্বার্থ। মেয়েদের অনূর্ধ্ব-১৪ বিভাগে রানার্স হয়েছে সপর্যা ঘোষ। বাংলার এই দাবাড়ু গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমির শাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়েছিল । জানা গিয়েছে, বাংলার আরেক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস ওপেন বিভাগে নবম স্থান পেয়েছেন।

Latest article