যৌথ সংস্থার চুক্তি স্বাক্ষর করল রিলায়েন্স-ডিজনি

ভাইস-চেয়ারম্যান হতে চলেছেন ডিজনির প্রাক্তন শীর্ষকর্তা উদয় শংকর। ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকবে আম্বানিদের হাতে।

Must read

আইপিএলের (IPL) পর এবার হাত মেলাল রিলায়েন্স (Reliance) এবং ওয়াল্ট ডিজনি (Walt Disney)। আজ, বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং ওয়াল্ট ডিজনি কোম্পানি সেই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করল। ভায়োকম১৮ এবং স্টার ইন্ডিয়াকে নিয়ে একটি যৌথ সংস্থা তৈরি করা হবে। রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনি যৌথ সংস্থার মাধ্যমে ৭০,০০০ কোটি টাকার সাম্রাজ্য তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ওটিটি ব্যবসার প্রসার বাড়াতে ১১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরও পড়ুন-কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলার মিত্রাভ গুহ

এদিন দুই সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভায়োকম১৮ এবং স্টার ইন্ডিয়াকে নিয়ে যে যৌথ সংস্থা তৈরি করা হচ্ছে, সেই সংস্থার শীর্ষে থাকবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ভাইস-চেয়ারম্যান হতে চলেছেন ডিজনির প্রাক্তন শীর্ষকর্তা উদয় শংকর। ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকবে আম্বানিদের হাতে। ৩৬.৮৪ শতাংশ মালিকানা ডিজনির দখলে। রিলায়েন্স এবং ডিজনির মধ্যে রেষারেষি আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রির সময় তুঙ্গে ছিল। বহুদিন আইপিএলের সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার হাতে ছিল। টিভিতে আইপিএল দেখানো ছাড়াও ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং করা হত। কিন্তু ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের টিভি এবং লাইভ স্ট্রিমিংয়ের সম্প্রচারের স্বত্ব আলাদা করেই নিলামে তুলেছিল। টিভিতে সম্প্রচারের স্বত্ব স্টার স্পোর্টস নিলেও অনলাইনে আম্বানিরা একই একশো।

Latest article