দুবাই, ১২ নভেম্বর : রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনাল। তার আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। তাদের চার নম্বর ব্যাটার ও কিপার ডেভন কনওয়ে হাত ভেঙে টুর্নামেন্টের বাইরে চলে গেলেন। শুধু ফাইনাল নয়, ভারতের সঙ্গে টি-২০ ও টেস্ট সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, এটা তাঁদের দলের জন্য একটা বড় ধাক্কা।
আরও পড়ুন-হাসানের পিছনে পড়বেন না: আক্রম
চোটটা অবশ্য কনওয়ে নিজের দোষে পেয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৪৬ রান করে আউট হয়ে যাওয়ার পর হতাশায় তিনি নিজের গ্লাভসের উপর ব্যাট দিয়ে মেরেছিলেন। তাতেই তাঁর ডান হাতের হাড় ভেঙেছে। কোচ স্টিড বলেছেন, প্রচণ্ড আবেগ থেকে এই কাণ্ডটি ঘটিয়েছে কনওয়ে। তবে এটা কোনও স্মার্ট ব্যাপার হয়নি। ডেভনের কপাল খারাপ বলতে হবে।
গোটা ঘটনায় ও নিজেও খুব হতাশ।
নিউজিল্যান্ড শিবিরে ভীষণ টিম ম্যান বলে পরিচিত কনওয়ে। যিনি লর্ডসে টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি করেছেন। টেস্টে তো বটেই, মরুদেশেও বিশ্বকাপে তিনি স্রেফ ব্যাটার হিসাবে শুরু করেছিলেন। কিন্তু অ্যাডাম মিলনেকে দলে জায়গা করে দিতে গিয়ে কিপার টিম সিফার্টকে সরিয়ে ব্যাটার কনওয়েকে উইকেটে পিছনে দাঁড় করানো হয়েছিল। ব্যাট করতে আসছিলেন চারে।
আরও পড়ুন-Test series: টেস্ট দল ঘোষিত, উইকেটের পিছনে ঋদ্ধিমান, হনুমার বাদ নিয়ে প্রশ্ন
বিশ্বকাপ ফাইনালের তিনদিনের মধ্যে জয়পুরে ভারতের সঙ্গে প্রথম টি-২০ ম্যাচে খেলতে নামবে নিউজিল্যান্ড। জয়পুর, রাঁচি ও কলকাতায় তিনটি টি-২০ ম্যাচের পর রয়েছে দুটি টেস্ট ম্যাচ। এই অবস্থায় হাত ভেঙে দলকে প্রবল সমস্যায় ফেলেছেন কনওয়ে।