হাসানের পিছনে পড়বেন না: আক্রম

সেমিফাইনাল ম্যাচে হাসান চার ওভারে ৪৪ রান দিয়েছেন।

Must read

দুবাই, ১২ নভেম্বর : দোহাই, সবাই মিলে হাসান আলির পিছনে পড়বেন না! ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে রাতারাতি খলনায়ক বনে যাওয়া হাসান আলির পাশে দাঁড়ালেন ওয়াসিম আক্রম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হাসান চার ওভারে ৪৪ রান দিয়েছেন। আর মোক্ষম সময়ে শাহিন আফ্রিদির বলে ওয়েডের ক্যাচ ফেলে পাকিস্তানকে বিপদে ফেলে দিয়েছেন। এরপরই দুই অস্ট্রেলীয় ব্যাটসম্যান ওয়েড আর স্টয়নিস মিলে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে জিতিয়ে ফাইনালে তুলে দেন। স্বভাবতই হাসানের ক্যাচ ফেলা নিয়ে অনেক কথা হচ্ছে।

আরও পড়ুন-Test series: টেস্ট দল ঘোষিত, উইকেটের পিছনে ঋদ্ধিমান, হনুমার বাদ নিয়ে প্রশ্ন

নিজের প্রতিক্রিয়া হিসাবে আক্রম বলেছেন, গোটা দেশ যেন হাসানের দিকে আঙুল না তোলে। অতীতেও এমন ক্যাচ অনেকেই ফেলেছেন। এটা একটা খেলা, যা পিছনে ফেলে সবাই এগিয়ে যাবে। আক্রমের কথায়, “আমরা যেটা দেখতে চাই না তা হল সবাই মিলে হাসানের পিছনে পড়ে যাওয়া। আমার এই অভিজ্ঞতা হয়েছে। ওয়াকার ইউনিসেরও হয়েছে। অন্য দেশেও হয়েছে। কিন্তু এটা একটা নিছকই খেলা। পরের দিনই হয়তো লোকে বলবে, ব্যাড লাক।”

আরও পড়ুন-আইসিইউ থেকে সোজা বাইশ গজে

ওয়েড আফ্রিদিকে পরপর তিনটি ছয় মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলেছেন। ম্যাচের শেষে পাক অধিনায়ক বাবর আজমও বলেছেন, ক্যাচ ফেলার চরম মূল্য দিতে হল। তবে তিনি অবশ্য চাপে থাকা পাক পেসারের পাশেই দাঁড়িয়েছেন।

এদিকে, আক্রম ফ্যানদের হতাশার কথা বুঝতে পারছেন। কিন্তু তিনি বলেছেন এই পরিস্থিতিতে উত্তেজনায় ঘৃতাহুতি দেওয়ার প্রয়োজন নেই। “পরিস্থিতি ফ্যান ও প্লেয়ারদের জন্য সত্যিই কঠিন। এরকম পরিস্থিতিতে প্লেয়াররা তাদের বাড়ির লোকের সঙ্গেও কথা বলতে চায় না এতটাই হতাশ থাকে তারা। ফলে এই সময় আরও উত্তেজনা বাড়িয়ে দেওয়া উচিত নয়।” বক্তব্য আক্রমের।

Latest article