Test series: টেস্ট দল ঘোষিত, উইকেটের পিছনে ঋদ্ধিমান, হনুমার বাদ নিয়ে প্রশ্ন

কানপুরে নেতা রাহানে, মুম্বইয়ে বিরাট

Must read

মুম্বই, ১২ নভেম্বর : নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের দল ঘোষণা করল বোর্ড। প্রত্যাশামতো ১৬ জনের দলে নেই রোহিত শর্মা। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজে নেতৃত্ব দেওয়ার পর কোনও টেস্টেই খেলবেন না। কানপুরে প্রথম টেস্টে বিরাট কোহলিও বিশ্রামে থাকবেন। তবে বিরাট মুম্বইয়ে দলে ফিরবেন। ফিরে ভারতকে নেতৃত্বও দেবেন।

আরও পড়ুন-আইসিইউ থেকে সোজা বাইশ গজে

শুক্রবার বোর্ড যে দল ঘোষণা করেছে, তাতে প্রথম টেস্টে দলের নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। তাঁর ডেপুটি হিসাবে থাকবেন চেতেশ্বর পূজারা। টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ভারতীয় স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন। তাঁদের সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেল ও জয়ন্ত যাদব। অলরাউন্ডার জয়ন্ত চার বছর পরে টেস্ট দলে ফিরলেন। শেষবার তিনি টেস্ট খেলেছেন পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আগে যা শোনা যাচ্ছিল, তা সত্যি করে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের এই সিরিজে বিশ্রামে থাকবেন স্পিডস্টার জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। বিসিসিআইয়ের ওয়ার্কলোড পলিসি অনুযায়ী এই দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে আছেন ইশান্ত শর্মা ও উমেশ যাদবের মতো দুই সিনিয়র পেসার। সঙ্গে আছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ।

আরও পড়ুন-Leander Paes: প্রচারের দ্বিতীয় দিনে এবার লিয়েন্ডারের ফুটবল দক্ষতার পরীক্ষা

এদিকে, বুমরা, রোহিত, শামির মতোই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে উইকেটকিপার ঋষভ পন্থকেও। ফলে ঋদ্ধিমান সাহার সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ডাক পেয়েছেন কর্নাটকের কে এস ভগত। তবে হায়দরাবাদি তরুণ হনুমা বিহারীর টেস্ট দলে না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। টেস্টে ২১ ইনিংসে ৬২৪ রান করা মিডল অর্ডার ব্যাটার কিন্তু যখনই সুযোগ পেয়েছেন, রান করেছেন। হনুমার বদলে টেস্ট দলে ফিরেছেন শ্রেয়শ আইয়ার।

তিনিও অনেকদিন বাদে টেস্টে ফিরলেন। হনুমাকে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ‘এ’ দলের সঙ্গে পাঠানো হবে বলে শোনা যাচ্ছে।
নির্বাচিত দল : অজিঙ্ক রাহানে (অধিনায়ক), কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ।

Latest article