আইসিইউ থেকে সোজা বাইশ গজে

‘হিরো’ রিজওয়ানকে নিয়ে উচ্ছ্বসিত হেডেন, শোয়েব

Must read

দুবাই, ১২ নভেম্বর : সেমিফাইনালের আগে দু’রাত হাসপাতালে কাটিয়েছেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান। শুধু হাসপাতালে থাকা কেন, তিনি ছিলেন আইসিইউতে। মরুদেশে টি-২০ দলের চিকিৎসক নাজিবুল্লাহ সোমরু একথা জানিয়েছেন। তারপরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে রিজওয়ান ৫২ বলে ৬৭ রান করেন।

আরও পড়ুন-Leander Paes: প্রচারের দ্বিতীয় দিনে এবার লিয়েন্ডারের ফুটবল দক্ষতার পরীক্ষা

বুকে গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিজওয়ান। সেমিফাইনালের আগে পাক শিবির তাঁকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। বাবর আজম জানিয়েছেন, ম্যাচের আগে তিনি রিজওয়ানের কাছে শরীর কেমন জানতে চেয়েছিলেন। তাতে তিনি জবাব দিয়েছিলেন, একটু কাবু, তবু খেলবেন। নাজিবুহল্লাহ বলেছেন, ‘‘তাড়াতাড়ি সেরে উঠেছিল রিজওয়ান। দেশের হয়ে খেলার জন্য মুখিয়ে ছিল। মাঠে নেমে পারফর্মও করেছে।”

আরও পড়ুন-Howrah Corporation: হাওড়া কর্পোরেশন থেকে আলাদা হচ্ছে বালি, আসছে হাওড়া কর্পোরেশন বিল

ব্যাট করতে নেমে চারটি ছয় ও তিনটি চার দিয়ে সাজানো ইনিংসে রিজওয়ান কিন্তু একবারও শরীর খারাপ বুঝতে দেননি। এই ইনিংসের সঙ্গে সঙ্গে টি-২০ ক্রিকেটে এক বছরে এক হাজার রানও হয়ে হয়ে গেল পাক ওপেনারের।

বাবরের ৩০১ রানের পর বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রিজওয়ান (২৮১)। রানগড় ৭০.২৫। পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন রিজওয়ানকে ‘ওয়ারিয়র’ বলেছেন। তাঁর কথায়, বাবরের মতোই সাহসী ব্যাটিং করেছেন রিজওয়ান।

রিজওয়ানকে নিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারও। তিনি লিখেছেন, ‘আপনারা ভাবতে পারছেন এই লোকটা আজ দেশের হয়ে খেলল ও সেরাটা দিল! গত দু’দিন হাসপাতালে ছিল। শ্রদ্ধা করতে হয়।’

Latest article