করোনায় কাবু কিমের কোরিয়া

Must read

প্রতিবেদন : আপ্রাণ চেষ্টা করেও করোনা (Coronavirus) সংক্রমণ আটকাতে পারল না কিম জং উনের উত্তর কোরিয়া (North Korea)। কিমের (North Korea) দেশে সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের (Coronavirus, Omicron) প্রবল প্রকোপ দেখা দিয়েছে। মাত্র তিনদিনেই কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। বাড়ছে মৃত্যুও। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে উত্তর কোরিয়া জুড়ে লকডাউন জারি করেছেন কিম। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে কি না, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেএনসিএ জানিয়েছে, রবিবার সকালে জ্বরের প্রকোপে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। ওমিক্রন সংক্রমণের খবর প্রকাশ্যে আসার মাত্র তিনদিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৬২০ জন।

আরও পড়ুন: বোল্ট-বিক্রমে জয় রাজস্থানের

Latest article