মানহানির মামলায় কোর্টের সমন বিরোধী দলনেতাকে

এই মন্তব্যের ফলে তাঁর মানহানি হয়েছে বলে আদালতে আবেদন জানিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়।

Must read

প্রতিবেদন : আদালতে হাজিরার সমন পাঠানো হল বিরোধী দলনেতাকে। তাঁর বিরুদ্ধে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালতে মানহানির মামলা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতা অমিত বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে ১ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, গত ২০ জুন এক সভায় প্রকাশ্যে দলবদলু অধিকারী মন্তব্য করেছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী অমিত বন্দ্যোপাধ্যায় ১ হাজার কোটি টাকার মালিক। সেই কারণে আদালতের শরণাপন্ন হন অমিত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মাস্কের বক্তৃতার মাঝেই পদত্যাগ, উঠে গেলেন ট্যুইটারের কর্মীরা

এই মন্তব্যের ফলে তাঁর মানহানি হয়েছে বলে আদালতে আবেদন জানিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। আদালতকে তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। গত তিন দশক ধরে নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে তিনি অর্থ উপার্যন করেছেন। তিনি একজন বাধ্য করদাতা। শুভেন্দুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর ও তাঁর পরিবারের সম্মান হানি হয়েছে। যা আপত্তিকর। তাই তিনি মানহানির মামলা করেছেন। মন্তব্যটি প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হলেও আজ অবধি না করায় অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির দেওয়ার সমন পাঠায় আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালত।

Latest article