দেশজুড়ে বাড়ছে কোভিড ১৯ সংক্রমণ, একদিনে করোনার বলি ৪

গত ২৪ ঘণ্টায় দেশে চার জনের মৃত্যু হয়েছে করোনায়। দিল্লি, হরিয়ানা, কেরালা ও রাজস্থানে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

Must read

করোনা (coronavirus) নিয়ে চিন্তায় দেশবাসী সেই ২০২০ সাল থেকেই। সেই সমস্যা মেটেনি আজও। একদিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টেরভিত্তিতে জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮২৪ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন । দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮,৩৮৯ জন।

আরও পড়ুন-৩ দিনের সফরে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ২৪ ঘণ্টায় দেশে চার জনের মৃত্যু হয়েছে করোনায়। দিল্লি, হরিয়ানা, কেরালা ও রাজস্থানে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। গত একদিনে দেশজুড়ে ১,৩৩,১৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন ১৭৮৪ জন। এই বিষয়ে সচেতনতা বাড়াতে বলছে কেন্দ্রীয় সরকার। চিকিৎসকেরা সকলকেই আবার আগের মতন করোনার সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

Latest article