দিল্লিতে বিনা মাস্কে ৫০০ টাকা ফাইন

Must read

নয়াদিল্লি : মাঝে কিছুদিন স্বস্তি বজায় থাকলেও ফের চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ। টানা দুই বছর বন্ধ থাকার পর ইতিমধ্যেই দেশ জুড়ে খুলে গিয়েছে স্কুল, শুরু হয়েছে পঠন-পাঠনও। আর এর মধ্যেই রাজধানী দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত ভয় ধরাচ্ছে মানুষকে। এই পরিস্থিতিতে মাস্ক বাধ্যতামূলক (Covid-19 masks will once again be mandatory in New Delhi) হওয়ার নির্দেশিকা জারি করা হল দিল্লিতে। বলা হয়েছে, মাস্ক না পরে বেরোলে ৫০০ টাকা জরিমানা। তবে লকডাউন বা স্কুল বন্ধের ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করেনি দিল্লি সরকার৷ আপাতত করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহারকেই বাধ্যতামূলক করা হল রাজধানীতে। বুধবার দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন৷ সেই বৈঠকেই রাজধানীতে ফের মাস্ক বাধ্যতামূলক (Covid-19 masks will once again be mandatory in New Delhi) করার সিদ্ধান্ত হয়৷

আরও পড়ুন-বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চেক দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রীর

Latest article