ইস্টার পার্টিতেই সংক্রমণ দিল্লির

Must read

মুম্বই : বুধবার সকালেই খরবটা রটে গিয়েছিল। দিল্লি ক্যাপিটালসের আরেক বিদেশি ক্রিকেটার কোভিড পজিটিভ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানা যায়, ওই ক্রিকেটারের নাম টিম সেইফার্ট (Tim Seifert)। নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটারের রিপোর্ট পজিটিভ এসেছে। যার জেরে প্রায় বাতিল হতে বসেছিল এদিনের দিল্লির ম্যাচ। যুদ্ধকালীন তৎপরতায় দিল্লি দলের বাকি সদস্যদের আরেক দফা আরটি-পিসিআর টেস্ট (Covid) করানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সৌভাগ্য যে সেই টেস্ট বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল দিল্লি (Delhi Capitals) বনাম পাঞ্জাব ম্যাচ। কিন্তু প্রশ্ন উঠছে, বায়ো বাবলের কড়াকড়ির মধ্যে কীভাবে দিল্লির একের পর এক সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন? বোর্ড সূত্রের খবর, গত সোমবার ইস্টার পার্টিতে শামিল হয়েছিলেন দিল্লির ক্রিকেটাররা। সেই পার্টিতে অনেকক্ষণ ধরে হুই-হুল্লোড়ে মেতেছিলেন তাঁরা। আশঙ্কা করা হচ্ছে, ওই পার্টি থেকেই সংক্রমণ ছড়িয়েছে দিল্লি শিবিরে।

আরও পড়ুন-হাসপাতালে পেলে

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, আইপিএল শুরুর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কড়া ভাবে সতর্ক করে দেওয়া হয়েছিল, যাতে টুর্নামেন্ট চলাকালীন সুরক্ষা বিধি ভঙ্গ করা না হয়। কিন্তু তাতে যে কাজের কাজ কিছুই হয়নি, তার প্রমাণ দিল্লি শিবিরে কোভিড (Covid) সংক্রমণ। এদিকে, এই ঘটনার পরেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পরের ম্যাচও পুণে থেকে মুম্বইয়ে সরিয়ে আনার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে। ফলে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবেন ঋষভ পন্থরা।

আরও পড়ুন-বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চেক দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রীর

Latest article