সংক্রমণে বন্ধ স্কুল

করোনা সংক্রমণ চিন্তা বাড়ল উত্তরপ্রদেশের নয়ডায়। সেখানে মাত্র তিনদিনে ৪টি স্কুলের ২৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Must read

নয়াদিল্লি : করোনা সংক্রমণ চিন্তা বাড়ল উত্তরপ্রদেশের নয়ডায়। সেখানে মাত্র তিনদিনে ৪টি স্কুলের ২৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সংক্রমণ রুখতে প্রশাসনিক তৎপরতায় ওই স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে । রাজধানী দিল্লিতেও স্কুল খোলার পরপরই বেশ কিছু বেসরকারি স্কুল সংক্রমণের আশঙ্কায় বন্ধ করা হয়েছে। কিছু ক্ষেত্রে স্যানিটাইজেশনের জন্য। আর কিছু ক্ষেত্রে করোনা সংক্রমণের ভয়ে। উত্তরপ্রদেশের নয়ডায় একসঙ্গে এতজন পড়ুয়ার আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তিত স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা।

আরও পড়ুন-হাল ধরার চেষ্টা পাক প্রধানমন্ত্রীর

গৌতমবুদ্ধ নগরের চিফ মেডিক্যাল অফিসার ডা. সুনীল কুমার শর্মা নয়ডার স্কুলের পড়ুয়াদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি অযথা আতঙ্কিত হতেও বারণ করেছেন। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮ জন। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যায় সামান্য বৃদ্ধি দেখা গিয়েছে। বুধবার দৈনিক সংক্রমণের হার ০.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সামান্যই বেড়েছে।বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০ হাজার ৮৭০। দৈনিক আক্রান্তের শীর্ষে রয়েছে দক্ষিণের রাজ্য কেরল।

Latest article