হাল ধরার চেষ্টা পাক প্রধানমন্ত্রীর

এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর স্বল্প আলোচিত শাহবাজের ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক চর্চা শুরু পাকিস্তানে।

Must read

প্রতিবেদন : দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানের হাল শক্ত হাতে ধরার চেষ্টা করছেন নতুন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রথমে সরকারি কর্মীদের বেতন বাড়িয়েছিলেন। এবার বাড়ালেন তাঁদের কাজের সময়ও। সেইসঙ্গে ছুটি একদিন কমিয়ে দিলেন। ইমরান খানের আমলে সকাল ১০টায় অফিস শুরু হত। এবার থেকে সরকারি দফতরে কাজের সময় শুরু সকাল ৮টায়। এতদিন ছুটি থাকত শনি ও রবিবার। নতুন নিয়মে শুধুই রবিবার ছুটি থাকবে।

আরও পড়ুন-বর্ণবিদ্বেষের শিকার

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই শাহবাজ শরিফ দেশের সরকারি কর্মীদের বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা করেছেন। জানিয়েছেন, ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন কার্যকর হবে। পাক প্রধানমন্ত্রীর কথায়, দেশের অর্থনৈতিক উন্নতি করতে হলে দেশকে আত্মনির্ভরশীল হতে হবে। শুধুমাত্র বক্তৃতা দিয়ে যদি পাকিস্তানের উন্নতি করা যেত তাহলে ইমরান সরকারের আমলেই আমরা শীর্ষ দেশগুলির মধ্যে পৌঁছে যেতাম। একইসঙ্গে নতুন প্রধানমন্ত্রী পাকিস্তানে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানান।

আরও পড়ুন-মহাবীর জয়ন্তী উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর স্বল্প আলোচিত শাহবাজের ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক চর্চা শুরু পাকিস্তানে। সত্তরোর্ধ্ব শাহবাজ এপর্যন্ত পাঁচবার বিয়ে করেছেন। তাঁর ২ ছেলে ও চার মেয়ে। বর্তমানে দুই স্ত্রী নুসরত ও তেহমিনা দুরানি তাঁর সঙ্গে থাকেন। বিচ্ছেদ হয়ে গিয়েছে আলিয়া হানি, নিলোফার খোসা ও কুলসুম হায়ের সঙ্গে।শাহবাজের বড় ছেলে হামজা শাহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিরোধী দলনেতা। ছোট ছেলে সুলেমান পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন এবং ব্রিটেনবাসী।

Latest article