বর্ণবিদ্বেষের শিকার

পুলিশ জানিয়েছে, শিখ সম্প্রদায়ের ওই দুই ব্যক্তি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সে সময়ে তাঁদের উপর আক্রমণ চালানো হয়।

Must read

আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত দুই শিখ। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকায় ওই দুই ভারতীয় বংশোদ্ভূতর উপর হামলা হয়। তাঁদের মারধর করা হয়। খুলে নেওয়া হয় পাগড়ি। এ ঘটনায় নিউইয়র্ক পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

আরও পড়ুন-মহাবীর জয়ন্তী উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

পুলিশ জানিয়েছে, শিখ সম্প্রদায়ের ওই দুই ব্যক্তি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সে সময়ে তাঁদের উপর আক্রমণ চালানো হয়। এই আক্রমণের ঘটনায় ২ জন জড়িত তবে একজনকে আটক করা হয়েছে। অন্যজনের খোঁজে চলছে তল্লাশি। ১০ দিন আগে রিচমন্ড হিল এলাকাতেই মর্নিংওয়াক করতে গিয়ে এক প্রবীণ শিখ নাগরিকও হামলার শিকার হয়েছিলেন। এ দিনের ঘটনার পর রিচমন্ড হিল এলাকায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Latest article